বৈঠক চলাকালীন এক BLO প্রশ্ন করেন, ষাট বছরের ঊর্ধ্বে বয়স, তাঁদের ভোটার কার্ড রয়েছে। কিন্তু সেখানে জন্মের তারিখ নেই। আধার ছাড়া আর কোন ডকুমেন্টস নেই। সেক্ষেত্রে কী করা যাবে?
BLO-দের মাথায় ঢুকছে না আধার ছাড়া কীভাবে সম্ভব? শেষমেশ কী বলল নির্বাচন কমিশন?
রাজ্যের CEO মনোজ আগরওয়াল
রাজ্যে বি এল ও দের মাথা ব্যথা আধার। ভুয়ো ভোটারদের নাম ইস্যুতে কঠোর শাস্তি পাবেন BLO-রা। সেক্ষেত্রে কীভাবে সতর্ক হবেন তাঁরা? কোলাঘাটে তিন জেলার BLO-দের বৈঠকে মোটের উপর এই প্রশ্ন উঠে এল। জাতীয় নির্বাচন কমিশনের টিমের কাছে BLO-রা জানতে চান, বহু ভোটার রয়েছেন, যাঁদের আধার ছাড়া আর কোন নথি নেই, তাঁরা কী করবেন? জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও ভাবেই যেন ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ না যায়, আর ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত না হয়।
সূত্রের খবর, বৈঠক চলাকালীন এক BLO প্রশ্ন করেন, ষাট বছরের ঊর্ধ্বে বয়স, তাঁদের ভোটার কার্ড রয়েছে। কিন্তু সেখানে জন্মের তারিখ নেই। আধার ছাড়া আর কোন ডকুমেন্টস নেই। সেক্ষেত্রে কী করা যাবে?
বুধবারই কলকাতায় দক্ষিণবঙ্গের কার্যত সব জেলার জেলাশাসক, ERO, AERO, BLO দের সঙ্গে বৈঠক করেন জাতীয় কমিশনের টিমের সদস্যরা। বুধবার বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধিদের সরাসরি এ প্রশ্ন করা হয় রাজ্য প্রশাসনিক কর্তাদের তরফে। সূত্রের খবর, উত্তরে সিইও এবং জ্ঞানেশ ভারতী জানান, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আধার শুধু পরিচয়পত্র। এটা কোন ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। আধারকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। এর বেশি গুরুত্ব দেবে না ইসিআই। সব মিলিয়ে আধার কার্ড নিয়ে কমিশন কতখানি ছাড়পত্র দেবে, তা নিয়েই প্রশ্ন ছিল BLO-দের।
সম্প্রতি বিহারের SIR-এর ক্ষেত্রেও এই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়। বিহারের বিশেষ একটি মামলার প্রেক্ষিতে অবশ্য বলেছিল, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য। কিন্তু এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।


Post A Comment:
0 comments so far,add yours