বাসিন্দাদের সন্দেহ, কেউ বা কারা ওই বৃদ্ধকে রাতের অন্ধকারে ফেলে রেখে গিয়েছে। জায়গাটা যেহেতু ফাঁকা, তাই সেখানে একটি বেডের উপর শুইয়ে রেখে চলে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
পায়ে তখনও বড় স্ক্রু দিয়ে পাতটা আটকানো, অপারেশনের রোগীকে রাস্তায় ফেলে গেল কে!
রাস্তার মাঝে পড়ে আছে আছেন এক বৃদ্ধ। ডান পা ব্যান্ডেজে মোড়া। বড় বড় স্ক্রু দিয়ে পাত আটকানো। সেই অবস্থায় বৃদ্ধকে ফেলে রাখা হয়েছে! বুধবার এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বারুইপুর পশ্চিম বিধানসভার শিখড় বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে। রাস্তার পাশে একটি গ্রিলের দোকানের সামনে এক মাঝবয়স্ক অসুস্থ ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দেখেই বোঝা যায় তাঁর ডান পায়ে সদ্য অপারেশন হয়েছে। ওই ব্যক্তি শারীরিকভাবে এতটাই অসুস্থ যে তাঁর পক্ষে একা সেখানে যাওয়া সম্ভব নয় বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
বাসিন্দাদের সন্দেহ, কেউ বা কারা ওই বৃদ্ধকে রাতের অন্ধকারে ফেলে রেখে গিয়েছে। জায়গাটা যেহেতু ফাঁকা, তাই সেখানে একটি বেডের উপর শুইয়ে রেখে চলে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


Post A Comment:
0 comments so far,add yours