সিবিআই বেরিয়ে যেতেই সাংবাদিকদেরও মুখোমুখি হন অতীন। স্পষ্ট বলেন, “আমার বাড়িতে সিবিআই এসেছে বলে আমার কোনও ক্ষেদ নেই। কারণ আমার রাজনৈতিক চরিত্র কী আপনারা সবাই জানেন। ১৫ বছর ধরে কলকাতা পুরনিগমে হেলথ সামলাচ্ছি।
আমার বিরুদ্ধে কেউ কখনও আঙুল তুলতে পারেনি।”
আমার বিরুদ্ধে কেউ কখনও আঙুল তুলতে পারেনি’, CBI বেরিয়ে যেতেই বললেন অতীন
কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ
কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। খবরটা সামনে আসার পর থেকেই চাপাউতোর তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। সূত্রের খবর, প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। অতীন যদিও বলছেন আরজি করের দুর্নীতি মামলায় সাক্ষী হিসাবে তাঁর কাছে নোটিস পাঠায় সিবিআই।
সিবিআই বেরিয়ে যেতেই সাংবাদিকদেরও মুখোমুখি হন অতীন। স্পষ্ট বলেন, “আমার বাড়িতে সিবিআই এসেছে বলে আমার কোনও ক্ষেদ নেই। কারণ আমার রাজনৈতিক চরিত্র কী আপনারা সবাই জানেন। ১৫ বছর ধরে কলকাতা পুরনিগমে হেলথ সামলাচ্ছি। আমার বিরুদ্ধে কেউ কখনও আঙুল তুলতে পারেনি।” ঠিক এরপরেই ওদের সংযোজন, “ওদের যে কোনও উদ্দেশ্যই থাকুক আমি তাতে কিছু মনে করি না। কারণ আমি জানি আমার এতে কোনও ভূমিকা নেই।”


Post A Comment:
0 comments so far,add yours