সোমবার স্কুলে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরেছিল। মায়ের কাছে ভাতও চেয়ে খেয়েছিল। মা বিকালে পাশের বাড়িতে বিড়ি বাঁধার কাজে গিয়েছিল। বাবা গিয়েছিল গ্রামের রাস্তা সারাইয়ের কাজে। বাড়িতে একাই ছিল পল্লব। কিন্তু কেউ ভাবতে পারেনি এই কাণ্ড ঘটে যাবে।
বড় ইউটিউবার হয়ে সংসারের হাল ধরতে চেয়েছিল! চলে গেল ১০ বছরের ছেলেটা, রয়ে গেল ১৯ হাজার ফলোয়ার্স
শোকের ছায়া গোটা পরিবারে
বয়স সবেমাত্র ১০। কুলতললি থানার ২ নম্বর জালাবেড়িয়া গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি রিলস বানানোর বড্ড নেশা ছোট্ট পল্লব নস্করের। ইতিমধ্য়েই রিলস বানিয়ে ইউটিউবে ১৯ হাজার ফলোয়ার্স। পোল্ট্রি ফার্ম রয়েছে পেশায় দিনমজুর বাবা পরমেশ্বরের নস্করের। বাড়িতে রয়েছে বিশেষভাবে সক্ষ দাদা, ও মা শিখা দেবী। বাবা সারাদিন কাজ করতেন, বিকালের পর বাইকে করে ছেলেকে নিয়ে বের হতেন বিভিন্ন জায়গায় রিলস বানানোর জন্য। প্রশিক্ষণ ছাড়াই ছোট্ট পল্লব নাচ করতেও বেশ পারদর্শী। বড় ইউটিউবার হয়ে সংসারের হাল ধরতে চেয়েছিল। কিন্তু অকালেই শেষ হয়ে গেল সবটা।
সোমবার স্কুলে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরেছিল। মায়ের কাছে ভাতও চেয়ে খেয়েছিল। মা বিকালে পাশের বাড়িতে বিড়ি বাঁধার কাজে গিয়েছিল। বাবা গিয়েছিল গ্রামের রাস্তা সারাইয়ের কাজে। বাড়িতে একাই ছিল পল্লব। সেই সময় তাদের বাড়িতে এসেছিল তার কাকার দুই মেয়ে। তারা লুকোচুরি খেলতে খেলতে রান্না ঘরে এসে দেখতে পায় রান্নাঘরের ছাউনির আড়া থেকে ঝুলছে পল্লব। তাঁদের চিৎকারেই ছুটে আসেন আশপাশের লোকজন। ছুটে আসে মা। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও আর শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন।


Post A Comment:
0 comments so far,add yours