বঙ্গোপসাগরে বাংলাদেশী নৌ-বাহিনীর হাতে আটক ভারতীয় জেলেদের মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বাংলাদেশের মোংলা থানার পুলিশ

বঙ্গোপসাগরের গভীরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে বাংলাদেশি নৌসেনারা ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় মৎস্যজীবীদের আটক করে ১৪ জুলাই সোমবার রাতে মোংলা থানায় হস্তান্তর করে।

আটক ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সমুদ্রে সীমা লংঘন ও সামুদ্রীক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় পৃথক দুটি মামলা দায়েরের পর তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশী সংবাদ মাধ্যম সূত্রে খবর সোমবার রাতে বাংলাদেশী নৌবাহিনী টহলরত জাহাজে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৭৫ নটিক্যাল মাইল দুরে ভারতীয় ফিশিং ট্রলার বাংলাদেশের জল সীমায় প্রবেশ করে মাছ শিকার করে দেখতে পায়। এসময় বাংলাদেশের টহলরত মোংলা নৌ-কন্টিজেন্ট’র নৌ-সেনারা তাদের ধাওয়া করে আটক করতে গেলে ট্রলার ও জাল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে ভারতীয় জল সীমানায় যাওয়ার আগেই পিছন থেকে “এফবি ঝড়” ও “এফবি মঙ্গল চন্ডি-৩৮” নামের ভারতীয় দুইটি ফিশিং ট্রলার ও ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে মোংলায় নিয়ে আসে।


স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours