বাহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য। তিনি জেলা কৃষি কর্মাধ্যক্ষ। যে সভার ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বাহারুলের পাশে বসে রয়েছেন পূর্ব ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লাও। কার্যত, শওকতকে পাশে বসিয়েই নিদান দিতে দেখা গিয়েছে বাহারুলকে।
ভাঙড়ে তৃণমূল নেতা খুনের প্রতিবাদ সভায় লোক ভরাতে পুরস্কার দেওয়ার ফরমান! ফের বিতর্ক
ফরমান দিয়ে বিতর্কে তৃণমূল নেতা
ভাঙড়ে প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পারলে পুরস্কার। অন্যথায় শাস্তি। হুঁশিয়ারি ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলামের। ইতিমধ্যেই তৃণমূল নেতা রজ্জাক খান খুনে তপ্ত রয়েছে ভাঙড়। তারই খুনের প্রতিবাদে একটি মিছিল বার করার কথা। তৃণমূল নেতার বক্তব্য, বুধবারের প্রতিবাদ মিছিলে যে বুথ যত বেশি লোক দেবে, সেই বুথে আলাদা করে পুরস্কার দেওয়া হবে। আর লোক আনতে না পারলে বঞ্চিত হবেন ‘মাল’ থেকে। কিন্তু কী এই ‘মাল’ , তা নিয়েই প্রশ্ন উঠছে।
বাহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য। তিনি জেলা কৃষি কর্মাধ্যক্ষ। যে সভার ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বাহারুলের পাশে বসে রয়েছেন পূর্ব ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লাও। কার্যত, শওকতকে পাশে বসিয়েই নিদান দিতে দেখা গিয়েছে বাহারুলকে। তিনি ফরমান জারি করে, রজ্জাকের খুনের প্রতিবাদ সভায় বুথ প্রতি লোক আনতে হবে, বৃষ্টি মাথায় নিয়েও। বাহারুল বলেন, “যে বুথ সব থেকে বেশি লোক বার করবে, লোক বার করে ছবি কিংবা ভিডিয়ো তুলে দিতে হবে। যার বেশি হবে, তাদের আমি আলাদা করে প্রাইজ দেব। শেষ পর্যন্ত রাস্তায় লোক রাখার দায়িত্ব সেই নেতার। যে পারবে না, সে কিন্তু মাল থেকে বঞ্চিত হবে। পুজোর সময়ে, বিধায়ক আগে থেকেই বলে দিয়েছে, এমন কোনও বাড়ি নেই, যে বাদ যাবে।”
'জাস্ট প্রয়োজন ছিল...', হারের কারণ জানালেন শুভমন গিল
আলু থালু বেশ, অসংলগ্ন কথাবার্তা, বর্ধমানে উদ্ধার টলিপাড়ার অভিনেত্রী! কী হয়েছে সৌমি হর চৌধুরীর?
রাতের অন্ধকারে এত বড় বিপদ ঘটে যাবে বোঝা যায়নি, একটা ভুলের কারণে ৩৪ জন ভারতীয়কে বন্দি হতে হল বাংলাদেশে
কিন্তু এই পুরস্কার কী তা নিয়েই জল্পনা। এটা কি কোনও অর্থমূল্য? নাকি অন্য কিছু? স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “তৃণমূলে এখন লোক নেই। তাই মাল দিয়ে লোক বার করতে হবে।”


Post A Comment:
0 comments so far,add yours