সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্য়মন্ত্রী সেই দাবি খারিজ করল পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া।

দেড় বছরের শিশুর গায়ে হাত! মমতার বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুলল দিল্লি পুলিশ
বাঁদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও ডানদিকে পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া


“ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার”, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাবিকে এই দুই শব্দে কটাক্ষ করে উড়িয়ে দিল দিল্লি পুলিশ। রাজধানীর বুকে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার যে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তা খারিজ করলেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া।

বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনার দিনে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দেখা গিয়েছিল, তার দেড় বছরের শিশু ও স্ত্রীকে কীভাবে মেরেছে দিল্লি পুলিশ, সেই বর্ণনা দিচ্ছেন এক ব্যক্তি। সেই ভিডিয়োকে হাতিয়ার করেই বিজেপির দিকে তোপ দেগেছিলেন মমতা। লিখেছিলেন, “এই দেশে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির শুরু করা ভাষা সন্ত্রাসের হিংসা থেকে পরিত্রাণ পেল না একটা শিশুও। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?”



কিশোর কুমার 'দুশ্চরিত্র শ্বশুর'! ছেলে অমিত কুমারের বিয়ে ভেঙেছিলেন গায়ক
'ট্রাম্পের সঙ্গে মোদীর কথাই হয়নি', মধ্যস্থতা নিয়ে আবারও মুখ খুললেন জয়শঙ্কর
সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্য়মন্ত্রীর সেই দাবি খারিজ করল পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি বলেন, “স্থানীয় গোয়েন্দার মাধ্যমে সেই ভিডিয়োর ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। নানা প্রযুক্তিগত পরীক্ষানিরিক্ষাও করা হয় এবং সেই ভিত্তিতেই একাধিক প্রমাণ জড়ো করে তদন্তকারী দল।”

তাঁর সংযোজন, “সেই প্রমাণ নথির ভিত্তিতে আমরা ওই ভিডিয়োয় দেখানো পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তাদের জিজ্ঞাসাবাদ করি। তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে। আমরা জানতে পারি, ওই পরিবার ভিডিয়োটা তৈরি করেছিল তাদের এক আত্মীয়র কথায়। যাকে আবার নির্দেশ দিয়েছিল মালদহের এক নেতা। এই ভিডিয়ো সম্পূর্ণ ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

দিল্লি পুলিশের তুলে দেওয়া তথ্যের ভিত্তিতে পায়ের নীচে মাটি পেয়েছে বিরোধী শিবির। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ‘এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে করেছেন। সিসিটিভিতে দেখা যাচ্ছে তারা নিজের মতোই স্বেচ্ছায় ঘুরে বেড়াচ্ছে। কোনও পুলিশ তাদের উপর চড়াও হয়নি।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours