দুমড়ে-মুচড়ে গেল বাস, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মৃত্যু ৮ পুণ্যার্থীর, আহত ২০
শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন পুণ্যার্থীরা। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল আস্ত বাস। মৃত্যু ৮ পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন। দুমকা জেলার বাসকীনাথ মন্দিরে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার সকালের ঘটনা। পুণ্যার্থীরা সবাই বিহারের গয়া জেলা থেকে ওই মন্দিরে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল নিয়ে প্রথমে তাঁরা দেওঘরে অর্থাৎ বাবা বৈদ্যনাথধাম মন্দিরে জল ঢালেন। এরপর রীতি মেনে সেখান থেকে তাঁরা রওনা দেন দুমকা জেলার বাসকীনাথ মন্দিরের পথে। তখনই ঘটে এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালকের চোখে ঘুম এসে গিয়েছিল ভোরের দিকে, সেই কারণেই এভাবে নিয়ন্ত্রণ হারায় বাসটি।


Post A Comment:
0 comments so far,add yours