এতদিন লুকিয়ে ছিল পাহাড়ের কোলে দেব-শুভশ্রীর মিষ্টি প্রেম, ‘নস্টালজিক’ নেটপাড়া
একদিকে দেব শুভশ্রী-জুটি, অন্যদিকে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। ফলে এই গান যে বাংলার ছবির দর্শকদের কাছে বাড়তি পাওয়া হয়ে থাকবে, তা বলাই বাহুল্য। তবে প্রাপ্তী যোগ এখানেই ইতি নয়। সঙ্গে পাহাড় আর প্রেম তো রইলই।
এতদিন লুকিয়ে ছিল পাহাড়ের কোলে দেব-শুভশ্রীর মিষ্টি প্রেম, 'নস্টালজিক' নেটপাড়া
বছর দশেক পর…। আবারও দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পর্দার প্রেমে হারাতে চলেছে দর্শক। পাহাড়ের কোলে রোদ মাখা প্রেমের এই গান পলকে দর্শকদের মন জয় করে নিল। কথা হচ্ছে ‘ধূমকেতু’ ছবির প্রথম গান– ‘গানে-গানে’র। এ যেন রাজযোটক। একদিকে দেব শুভশ্রী-জুটি, অন্যদিকে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। ফলে এই গান যে বাংলার ছবির দর্শকদের কাছে বাড়তি পাওয়া হয়ে থাকবে, তা বলাই বাহুল্য। তবে প্রাপ্তী যোগ এখানেই ইতি নয়। সঙ্গে পাহাড় আর প্রেম তো রইলই।
৭ জুন সোমবার বেলায় গান মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জুটির অনুরাগীদের কমেন্টের বন্যা। অধিকাংশের কমেন্টে একটাই শব্দ– ‘নস্টালজিক’। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সকলে বারবার অনুরোধ করেছিলেন ‘ধূমকেতু’ যেন মুক্তি পায়। সেই কথা রাখা হল। এবার দর্শকদের পরীক্ষা। এই ছবিকে তাঁরা কতটা ভালবাসা দিতে পারেন। এখানেই শেষ নয়, ছবির প্রযোজক রানা সরকারও জানিয়ে দিয়েছেন, এই ছবিকে ব্লকবাস্টার করতে পারলে, পর্দায় আবারও ফিরতে পারে এই জুটি। সব মিলিয়ে দর্শক এখন ‘গানে-গানে’ বুঁদ।
২৩ মে দেবের প্রযোজনা সংস্থা থেকে এই ছবি মুক্তির ঘোষণা করা হয়। চলতি বছরের ২২ মে থেকেই ‘ধূমকেতু’ জ্বরে কাবু ছিলেন সকলে। দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ এতদিন পর্যন্ত প্রেক্ষাগৃহের মুখ দেখেনি। অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। ২০১৬ সালে ছবির শুটিং সম্পূর্ণ হলেও, নানা আইনি জটিলতা ও প্রযোজক সংক্রান্ত সমস্যার কারণে মুক্তি আটকে ছিল। যা নিয়ে একাধিকবার দেবও মুখ খুলেছিলেন। কিছু শ্রেণির ধারণা ছিল দেব-শুভশ্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার কারণেই এই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে দাঁড়ায়। যদিও সেটা আসল কারণ ছিল না।
সূত্র অনুযায়ী, ছবিটির প্রযোজনা সংস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অর্থনৈতিক জটিলতা ছিল মূল সমস্যার কারণ। ছবির সঙ্গে যুক্ত বেশ কর্মীর পারিশ্রমিক আটকে ছিল দীর্ঘদিন। তাঁদের সঙ্গে কথাও হয়েছিল দেবের। দেব নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবিটি নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। কারণ, তিনি দাবি করেন, তাঁর কেরিয়ারে অন্যতম কাজ ‘ধূমকেতু’। তিনিও চান দর্শকদের কাছে এই ছবি পৌঁছিয়ে যাক। অবশেষে সেই সকল জটিলতা কেটে এখন তা দেবের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেতে চলেছে। এখন কেবল পলক গোনার পালা। ১৪ অগাস্ট বড় পর্দায় আসতে চলেছে ‘ধূমকেতু’। এখন দেখার বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে টলিপাড়ার এই দাপুটে জুটি।


Post A Comment:
0 comments so far,add yours