ভারত-পাকিস্তান সীমান্তের উত্তর অংশ হল জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা। দক্ষিণ অংশ হল স্যর অব ক্রিক, যা গুজরাটের কচ্ছের রণে অবস্থিত। সীমান্তের ঠিক ওই পারেই রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ।
উড়তে পারবে না কোনও বিমান, জারি NOTAM, হঠাৎ কী হল?


প্রতীকী চিত্র।




 আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোকের ছায়া গোটা দেশজুড়ে। এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংস হয়ে কমপক্ষে ২৪১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও বহু মানুষ। বিমান নিয়ে যেখানে আতঙ্ক তৈরি হচ্ছে সবার মনে, সেই সময়ই হঠাৎ আকাশে জারি হল নোটাম।


ফের একবার জারি নোটাম। আকাশে একটা নির্দিষ্ট উচ্চতায় উড়তে পারবে না সাধারণ কোনও অসামরিক বিমান। আগামী ১৮-১৯ জুন এই নোটাম জারি করা হয়েছে। কিন্তু কেন নোটাম জারি হল?

জানা গিয়েছে, পাকিস্তান সীমান্তে ফের ভারতীয় বায়ুসেনা মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই জারি হল নোটাম। পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ অঞ্চলে এই নোটাম জারি করা হয়েছে। আগামী ১৮-১৯ জুন বায়ুসেনার মহড়া চলবে। ওই সময় যাতে কোনও বিমান ওই নির্দিষ্ট বায়ুপথে চলাচল না করে, তার জন্যই নোটাম জারি করা হয়েছে।

ভারত-পাকিস্তান সীমান্তের উত্তর অংশ হল জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা। দক্ষিণ অংশ হল স্যর অব ক্রিক, যা গুজরাটের কচ্ছের রণে অবস্থিত। সীমান্তের ঠিক ওই পারেই রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ।

প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলা এবং ভারত-পাকিস্তান সংঘাতের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের সীমান্তে ঘনঘন মহড়া চালাচ্ছে বায়ুসেনা। এক সপ্তাহ আগে দেশের সীমান্তের পশ্চিমাংশে নোটাম জারি করা হয়েছিল। মধ্য রাত অবধি সেই মহড়া চলেছিল। এবার দক্ষিণ অংশেও জারি হল নোটাম। দেশের প্রতিটি প্রান্তের সীমান্তকে সুরক্ষিত করতেই এই মহড়া চালানো হচ্ছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours