বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আহমেদাবাদে মেঘানিনগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। টেক অফের পর মাত্র ১৯ মিনিট, সাত কিলোমিটার দূরত্বেই বিমানটি ভেঙে পড়ে বলে খবর।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত বলিউড অভিনেতা বিক্রান্ত মাসের ভাই, প্রিয়জনকে হারিয়ে কী লিখলেন অভিনেতা?
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় তুতো ভাইকে হারালেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই ফ্লাইটের সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর। ভাইয়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত বিক্রান্ত।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আহমেদাবাদে মেঘানিনগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। টেক অফের পর মাত্র ১৯ মিনিট, সাত কিলোমিটার দূরত্বেই বিমানটি ভেঙে পড়ে বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, টেক অফের পর কোনও গাছে কিংবা বহুতলে ধাক্কা লেগে থাকতে পারে বিমানটির। তবে এই কারণের স্বপক্ষে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও প্রমাণ হাতে আসেনি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। তবে সামনে এসেছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো। এই বিমানেরই সহকারী পাইলট ছিলেন বিক্রান্তের তুতো ভাই কুন্দর।
সোশাল মিডিয়ায় বিক্রান্ত লিখলেন,” কাকা, তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদেরও শক্তি দিন।”
Post A Comment:
0 comments so far,add yours