বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। ইজরায়েলের হামলার ঘণ্টাখানেকের মধ্যেই প্রত্য়াঘাত করল ইরানও। ঝাঁকে ঝাঁকে ড্রোন নিয়ে হামলা চালানো হয়েছে ইজরায়েলে।
সবে তো শুরু...শয়ে শয়ে ড্রোন নিয়ে ইজরায়েলে প্রত্যাঘাত ইরানের, এর পরে কী?
ইরানের প্রত্যাঘাত ইজরায়েলে।
ইরানের উপরে হামলা চালিয়েছিল ইজরায়েল। আঘাত হেনেছে ইরানের পরমাণু ঘাঁটিতে। হাত গুটিয়ে বসে থাকবে ইরান? এবার ইজরায়েলকে পাল্টা জবাব দিল ইরান। ১০০-রও বেশি ড্রোন নিয়ে হামলা চালাল ইরান। ইজরায়েলে কতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে তারা, তা এখনও জানা যায়নি।
শুক্রবার ভোর রাতেই ইরানের উপরে হামলা করে ইজরায়েল। ৩৩০টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। মূলত ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলিতেই হামলা করেছে ইজরায়েল। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমও।
ইরান যে প্রত্যাঘাত করবে, তা আগে থেকেই জানত ইজরায়েল। সেই নিয়ে সতর্কবার্তাও দিয়েছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। ইজরায়েলের হামলার ঘণ্টাখানেকের মধ্যেই প্রত্য়াঘাত করল ইরানও। ঝাঁকে ঝাঁকে ড্রোন নিয়ে হামলা চালানো হয়েছে ইজরায়েলে।
ইজরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন বলেন, “ইরান আনুমানিক ১০০টির বেশি ড্রোন ইজরায়েলের সীমান্তে পাঠিয়েছে। আমরা তা প্রতিহত করার কাজ করছি।”
তিনিই জানান, ইজরায়েল ২০০টি ফাইটার জেট পাঠিয়েছিল ইরানের ১০০টিরও বেশি পরমাণু ও মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। মোট ৩৩০টিরও বেশি জায়গায় হামলা চালানো হয়েছিল।
ইজরায়েলের হামলার পর ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনি ‘ভয়ঙ্কর শাস্তি’র হুঁশিয়ারি দিয়েছিলেন।
Post A Comment:
0 comments so far,add yours