ওটাই যেন ট্রমার মতো রয়েছে যায় তাঁর জীবন জুড়ে। এমনকি বাবা মায়ের সঙ্গে সিনেমার সেটে যাওয়ায় বন্ধ করে দেন শ্বেতা। বড় হয়েও আর ও মুখো হননি। তেমনটাই জানান শ্বেতা। মেয়ে নব্যা নভেলি নন্দাও মায়ের পথই বেছে নিয়েছেন।


শুটিং সেটে ভয়াবহ অভিজ্ঞতা, কোন ভয়ে অমিতাভের মেয়ে শ্বেতা অভিনয়ে এলেন না?


পরিবারের সকলে অভিনয়ের সঙ্গে যুক্ত, অথচ তিনি নেই! নেই ফিল্মি পার্টিতে, গ্ল্যামার জগৎ থেকেও নিজেকে সরিয়ে রাখেন, যতটা পারেন। কথা হচ্ছে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একমাত্র মেয়ে শ্বেতা বচ্চনের। কেন অভিনয় করলেন না তিনি? নেপথ্যে এক বিশেষ কারণ রয়েছে। চাইলেই তিনি স্টারকিড, অভিনয়ে কেরিয়ার শুরু করতেই পারতেন। কিন্তু তেমনটা করেননি। এই মুহূর্তে শ্বেতার বয়স ৫০ পেড়িয়েছে। এক সাক্ষাৎকারে অভিনয় না করার কারণ সামনে এনেছিলেন তিনি।

ফিল্মি পরিবারে জন্ম হওয়ার সুবাদে ছোট থেকেই বাবা-মায়ের সঙ্গে সিনেমার সেটে যেতেন শ্বেতা। আর এরকমই এক দিন তাঁর সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। যা তিনি আজও ভুলতে পারেননি। বাবার মেকআপ রুমে খেলতে খেলতে বৈদ্যুতিক সকেটের মধ্যে হাত দিয়ে ফেলেন ভুল করে। তারপর যা হওয়ার, তাই হয়। কারেন্ট খেয়ে যান তিনি।


ওটাই যেন ট্রমার মতো রয়েছে যায় তাঁর জীবন জুড়ে। এমনকি বাবা মায়ের সঙ্গে সিনেমার সেটে যাওয়ায় বন্ধ করে দেন শ্বেতা। বড় হয়েও আর ও মুখো হননি। তেমনটাই জানান শ্বেতা। মেয়ে নব্যা নভেলি নন্দাও মায়ের পথই বেছে নিয়েছেন। অন্যদিকে ছেলে অগস্ত্য কিন্তু অভিনেতা হয়ে গিয়েছেন বলিউডের। এখন বেশ কয়েকটি প্রজেক্ট তাঁর হাতে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours