সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল এই বিমানটি। কিন্তু কলকাতার কাছে এসেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। দ্রুত অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।


কাজ করছে না ইঞ্জিন! মধ্যরাতে কলকাতায় নামল এয়ার ইন্ডিয়ার বিমান


মাত্র ৩২ সেকেন্ডের বেশি আকাশে উড়তে পারেনি লন্ডনগামী বিমান। এয়ার ইন্ডিয়ার বি ৭৮৭ বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল! প্রাথমিকভাবে এমন তত্ত্বই উঠে আসে আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায়। পাইলট-ক্রু সহ ২৪১ যাত্রীর প্রাণ গিয়েছে সেই দুর্ঘটনায়। ব্ল্যক বক্স উদ্ধার করে তদন্ত চলছে। এখনও সরানো হচ্ছে ধ্বংসস্তূপ। এরই মধ্যে ফের বিভ্রাট। আবারও ইঞ্জিনে ত্রুটি।


সোমবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৮০ বিমান। জানা গিয়েছে, সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল এই বিমানটি। কিন্তু কলকাতার কাছে এসেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। দ্রুত অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। দীর্ঘ সময় বিমানেই বসে থাকেন যাত্রীরা। সকালে ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয় যাত্রীদের। এরপর লাউঞ্জে চলে যান তাঁরা। সব যাত্রী নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

বারবার বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার ঘটনায় আশঙ্কার মেঘ দেখছেন যাত্রীরা। কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান কলকাতা থেকে গাজিয়াবাদ যাওয়ার পথে বিভ্রাটের মুখে পড়ে। বে থেকে রানওয়ের দিকে গিয়েও আবার ফিরে আসে। পরিস্থিতি এমন হয় যে যাত্রীদের নামিয়ে অন্য বিমানে তুলে দেওয় হয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours