আরও একটি নির্দেশিকায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, 'ইরানে অবস্থিত সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করব, তারা যেন অযথা বাড়ির বাইরে পা না দেয়। সর্বক্ষণ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে। স্থানীয় প্রশাসনের উপর ভরসা রাখে।'
হাই অ্যালার্ট! 'দ্রুত যোগাযোগ করুন...', তেহরান-নিবাসী ভারতীয়দের 'বড়' বার্তা দূতাবাসের
ঘটনাস্থলের ছবি
জারি হাই অ্যালার্ট। ইরানে বসবাসরত ভারতীয়দের নিয়ে চিন্তিত ভারত সরকার। ইতিমধ্য়েই পর পর বেশ কিছু নির্দেশিকা জারি করেছে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
এদিন নিজেদের সমাজমাধ্যমে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস তরফে জানানো হয়েছে, তেহরানে থাকা সকল ভারতীয়রা যেন এই মুহূর্তে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের ঠিকানা, ফোন নম্বর দূতাবাসে জমা দেয়।
হাইফা পোর্টে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে ইরান, কী হাল আদানির বন্দরের?
তেহরানের এয়ারস্পেস নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি ইজরায়েলের, ধ্বংস শতাধিক ইরানি মিসাইল লঞ্চার
সত্যিই শুরু হয়ে গেল তৃতীয় উপসাগরীয় যুদ্ধ!
আরও একটি নির্দেশিকায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘ইরানে অবস্থিত সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করব, তারা যেন অযথা বাড়ির বাইরে পা না দেয়। সর্বক্ষণ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে। স্থানীয় প্রশাসনের উপর ভরসা রাখে। এমনকি, যারা নিজেদের উদ্যোগে তেহরানের ছাড়তে পারবে, তাদের বলব নিরাপদ আশ্রয় খুঁজুন।’
পারদ চড়ছে ইজরায়েল-ইরানের। হামলা-পাল্টা হামলা বিধ্বস্ত জনজীবন। ইতিমধ্যে ইরানের রাজধানী তেহরান ছেড়ে দেওয়ার জন্য নিজের সমাজমাধ্যমে আর্জি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই তেহরান জুড়ে মানুষের অস্বস্তি। এই আবহেই এবার একই কথা শোনা গেল ভারতীয় দূতাবাসের তরফে। তারা কার্যত আর্জি করল তেহরান ছাড়ার। এদিন আবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ অফিসেও হামলা চালিয়েছে ইজরায়েল। সূত্রের খবর, তারপর থেকে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে ইরানের মনে। সেই কারণেই শঙ্কার মেঘ ভারতেও।
একটি পরিসংখ্যান অনুযায়ী, ইরানে বসবাসরত ভারতীয়র মধ্যে বেশির ভাগটাই পড়ুয়া। সেখানে মোট ভারতীয় নাগরিকের সংখ্যা ১০ হাজার, যার মধ্যে আবার ৪ হাজার জন জম্মু-কাশ্মীরের মানুষ। ইরানে গিয়ে কার্যত বন্দিদশা কাটাচ্ছেন এক বাঙালিও। তিনি এক্সপিডিশনের কাজে সেখানে গিয়ে আটকা পড়েছেন। প্রতি মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন বাড়ি ফেরার। কিন্তু বিমান পরিষেবা বন্ধ থাকায় ঘরবন্দি হয়েছেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours