বিচ্ছেদের সময় সন্তানদের নিজের কাছে রাখার আবেদন জানিয়েছিলেন করিশ্মা কাপুর। আদালত সেই আর্জি মেনে নিয়েছিল। পাশাপাশি তাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতে পারবেন সঞ্জয়, দেখাও করতে পারবেন বলে নির্দেশ দেয় আদালত। তবে থেকেই পথ আলাদা হয় জুটির।
করিশ্মার দুই সন্তানের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন সঞ্জয়?



প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। মুহূর্তে শোকের ছায়া নামে কাপুর পরিবারে। করিশ্মা কাপুরের কাছে পৌঁছে যান করিনা কাপুর। খোঁজ নেন অনেকেই। যদিও তাঁদের মধ্যে বৈবাহিক সূত্রে কোনও সম্পর্ক ছিল না। গত ১১ বছর ধরে তাঁরা আলাদাই থাকতেন। সঞ্জয় কাপুর ২০০৩ সালে অভিনেত্রী কারিশ্মা কাপুরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান— সামাইরা ও কিয়ান। যদিও মাত্র ১১ বছর ছিল তাঁদের বৈবাহিক সম্পর্কের মেয়াদ।


২০১৪ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদের জন্যে আবেদন করেন তাঁরা। ২০১৬ সালে গিয়ে আইনি পথে আলাদা হয়ে যায় এই জুটি। যদিও সন্তানের দায়িত্ব নিতে কখনও অস্বীকার করেননি সঞ্জয়। বরং চেয়েছিলেন তাঁর সন্তানদের বড় হয়ে ওঠায় যেন কোনও সমস্যা না হয়। সেই কারণে ২০১৬ সালে ১৪ কোটি টাকর একটি বন্ড কিনেছিলেন তিনি। যেখান থেকে সুদ বাবদ ১০ লাখ টাকা করে পান করিশ্মা কাপুর, তাঁর সন্তানদের খরচ বাবদ। পাশাপাশি সঞ্জয় কাপুরের বাবার বাড়িটি খোরপোশ বাবদ করিশ্মা কাপুরকে লিখে দেওয়া হয়েছিল।


বিচ্ছেদের সময় সন্তানদের নিজের কাছে রাখার আবেদন জানিয়েছিলেন করিশ্মা কাপুর। আদালত সেই আর্জি মেনে নিয়েছিল। পাশাপাশি তাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতে পারবেন সঞ্জয়, দেখাও করতে পারবেন বলে নির্দেশ দেয় আদালত। তবে থেকেই পথ আলাদা হয় জুটির। প্রাথমিকভাবে একে অপরকে কটু কথা বললেও পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তাঁদের। সন্তানদের জন্মদিনে উপস্থিত থাকতে দেখা যেত সঞ্জয়কে। যদিও ১২ জুন আটমকাই সব শেষ। পিতৃহারা হন করিশ্মার দুই সন্তান।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours