ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেও হামলার কথা স্বীকার করে নিয়েছেন। সরাসরি ইরানের পরমাণু কেন্দ্র ও মিসাইল ভাণ্ডারগুলিতে হামলা চালানো হয়েছে বলেই তিনি জানান।   


ইরানের পরমাণু ঘাঁটিতে এয়ার স্ট্রাইক ইজরায়েলের, মধ্য প্রাচ্যে যুদ্ধ লাগল বলে?
ইরানে হামলা ইজরায়েলের।


হুমকি দিয়েছিল রবিবারের মধ্যে হামলা চালাবে। তার আগেই ইরানে আঘাত হানল ইজরায়েল। ইরানের ভিতরে ঢুকে হামলা চালিয়ে আসল ইজরায়েলি এয়ার ফোর্স। শুক্রবার ভোর রাতে তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গেল। তেহরানে ইতিমধ্যেই ইমার্জেন্সি জারি করা হয়েছে। ইজরায়েলের এই আক্রমণ মধ্য প্রাচ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। বড় সংঘর্ষ বা যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


বিভিন্ন সূত্রে খবর, এ দিন ভোর রাতে ইজরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে। তেহরানের উত্তর-পূর্বে বিস্ফোরণ ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নাতানজ সাইট, যেখানে ইউরেনিয়ামের ভাণ্ডার, সেখানেও হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেও হামলার কথা স্বীকার করে নিয়েছেন। সরাসরি ইরানের পরমাণু কেন্দ্র ও মিসাইল ভাণ্ডারগুলিতে হামলা চালানো হয়েছে বলেই তিনি জানান। যেখানে পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছিল, সেখানেই এয়ারস্ট্রাইক করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours