ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যতদিন সময় লাগে, লাগুক, এই অভিযান চলবে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট, ইরানে ইজরায়েলি সেনার অভিযান এখনই বন্ধ হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের তরফে সেখানে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের সতর্ক থাকার বার্তা দেওয়া হল।
বাড়ি থেকে বেরবেন না', হঠাৎ ভারতীয়দের সতর্ক করল দূতাবাস
ইজরায়েলি সেনার হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের একটি বহুতল
মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-র জেরে থমথমে ইরান। তেহরান-সহ আশপাশের এলাকাতে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের জন্য সতর্কবার্তা জারি করল ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। তাঁদের সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরতে আবেদন জানানো হয়েছে।
ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে এক বার্তায় বলা হয়েছে, “ইরানের বর্তমান পরিস্থিতিতে ইরানে বসবাসকারী সকল ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। অপ্রয়োজনে কোথাও যাতায়াত এড়িয়ে চলুন। দূতাবাসের সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন। এবং স্থানীয় প্রশাসনের সুরক্ষা বিধি মেনে চলুন।”
ইরানের পরমাণু ও সেনা ঘাঁটিতে ইজরায়েলি সেনার ‘অপারেশন রাইজিং লায়ন’-র পরই ভারতীয় দূতাবাসের তরফে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ইজরায়েলের ডিফেন্স ফোর্সের মুখপাত্রের দাবি, ইরান পরমাণু বোমা বানাচ্ছিল। তা থেকে ইজরায়েলকে রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন, ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলিকে নিশানা করে অভিযান শুরু করেছে ইজরায়েলি মিলিটারি। এই আক্রমণকে তিনি ইজরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।
Post A Comment:
0 comments so far,add yours