বলিউডের সিংহাসনে তখন রানি একজনই শ্রীদেবী। একের পর এক ছবি ব্লকবাস্টার। সেই সময়ের প্রায় সব নায়কই শ্রীদেবীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন।
নায়িকার প্রেমে হাবুডুবু হাইকোর্টের বিচারপতি, একান্তে দেখা করতে অভিনেত্রীকে পাঠালেন সমন! তারপর...


একেই বলে হয়তো ‘রূপ কি রানি’র ম্যাজিক! সেই ম্যাজিকে কাত খোদ আদালতের বিচারকও! হ্যাঁ, এমনই ঘটেছিল বলিউড ডিভা শ্রীদেবীর সঙ্গে।


সময়টা আটের দশকের। বলিউডের সিংহাসনে তখন রানি একজনই শ্রীদেবী। একের পর এক ছবি ব্লকবাস্টার। সেই সময়ের প্রায় সব নায়কই শ্রীদেবীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন। কেননা, প্রযোজকরা বিশ্বাস করতেন শ্রীদেবী থাকা মানেই ছবির ব্যবসা গোল্ডেন জুবলি।

সুতরাং এমন এক বলিউড ডিভাকে সামনে থেকে দেখার যে ইচ্ছে জাগবে, সেটা একেবারেই স্বাভাবিক। সম্প্রতি খ্যাতনামা আইনজীবী মাজিদ মেমোন এক সাক্ষাৎকারে জানালেন, এক বিচারকের শ্রীদেবীর প্রতি অন্ধ আনুগত্যের ঘটনা। মাজিদ জানালেন, বিচারকের অনুরোধেই শ্রীদেবীকে সমন পাঠানো হয়। অভিনেত্রী কিন্তু এসেও ছিলেন আদালতে। তিনি যখন আদালতে পা রাখেন, তখন ভক্তদের ভিড় উপচে পড়েছিল। শ্রীদেবী এতটাই ভালো মনের মানুষ ছিলেন যে, বিচারকের কাণ্ড শুনে মিষ্টি হেসেছিলেন এবং শুভেচ্ছাও বিনিময় হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours