১৭ মে থেকে আইপিএল আবার শুরু হবে। সূচিতে এসেছে একাধিক বদল। তবে এই ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পরিস্থিতিতে অনেক বিদেশি প্লেয়ার ভয়ে দেশ ছেড়েছেন। এই কারণেই একাধিক আইপিএলের দলগুলির কপালে চিন্তার ভাঁজ।


RCB শিবিরে আশার আলো, ফিরছেন অজি তারকা; একাধিক বিদেশিদের নিয়ে ঘোর অনিশ্চিয়তা!


RCB শিবিরে আশার আলো, ফিরছেন অজি তারকা; একাধিক বিদেশিদের নিয়ে ঘোর অনিশ্চিয়তা!


 দিনকয়েকের জন্য স্থগিত হয়েছিল আইপিএল। ফের জোরকদমে আইপিএল শুরু হওয়ার প্রস্তুতিতে মগ্ন ১০ ফ্র্যাঞ্চাইজি। কাশ্মীরের পহেলগাঁওতে হওয়া জঙ্গি হামলায় একাধিক নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। তার জবাবে ভারতীয় সেনারা ‘অপারেশন সিঁদুর’ মিশন চালায়। যাতে একাধিক জঙ্গি ঘাটি উড়িয়ে দেয় ভারতীয় সেনারা। এই সব উত্তেজনার কারণেই ভারতে চলতে থাকা বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগ আইপিএল স্থগিত করে দেওয়া হয় এক সপ্তাহের জন্য। আপাতত ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি চলছে। তাই বিসিসিআই ফের এই লিগ শুরু করতে চলেছে। তবে এখানে সমস্যা তৈরি হয়েছে একাধিক বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে।

১৭ মে থেকে আইপিএল আবার শুরু হবে। সূচিতে এসেছে একাধিক বদল। তবে এই ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পরিস্থিতিতে অনেক বিদেশি প্লেয়ার ভয়ে দেশ ছেড়েছেন। এই কারণেই একাধিক আইপিএলের দলগুলির কপালে চিন্তার ভাঁজ। অনেকে এই বছর ফের আইপিএল খেলতে আসতে নারাজ। আবার অনেকেই দলের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে ফিরে আসছেন।

এ বারের আইপিএল জয়ের অন্যতম দাবিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আইপিএলের এই বিরতি আরসিবি দলের ছন্দে কিছুটা পতন ঘটাতে পারে। এবং সবথেকে যেটি বড় সমস্যা তা হল বিদেশিদের নিয়ে অনিশ্চয়তা। তবে এই সব কিছুর মধ্যেও আরসিবি দলে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। আরসিবির গুরুত্বপূর্ণ সদস্য জস হ্যাজলউড বাকি থাকা ম্যাচগুলি খেলতে ভারতে ফিরতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও তাঁর কাঁধের চোটের কারণে ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাকি থাকা ম্যাচগুলি খেলতে ভারতে ফিরছেন অজি তারকা হ্যাজলউড। তবে তিনি কবে ভারতে আসবেন তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে এই অজি পেসার চলতি মরসুমে আইপিএলে ১০ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন।

এ বার এক ঝলকে দেখে নেওয়া যাক কোন তারকারা আইপিএলের প্লে অফের জন্য অনিশ্চিত —

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড।
গুজরাট টাইটান্স- জস বাটলার, শেরফান রাদারফোর্ড, কাগিসো রাবাডা।
পঞ্জাব কিংস- মার্কো জ্যানসেন, জশ ইংলিশ, মার্কাস স্টইনিস।
মুম্বই ইন্ডিয়ান্স- রায়ান রিকলটন, উইল জ্যাকস, করবিন বশ।
দিল্লি ক্যাপিটলস- জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, মিচেল স্টার্ক, ত্রিস্তান স্টাবস।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours