মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে দাড়ালো নামখানা থানা
দক্ষিণ ২৪ পরগনা জেলা নামখানা দক্ষিণ চন্দনপিড়ি বাসিন্দা হরিপদ সামন্ত। লুথিযান দ্বীপের কাছে কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন হরিপদ সামন্ত, স্ত্রী কাজল দেবীও এদিন সঙ্গে ছিলেন। স্বামী মৃত্যুর পর তিনি কোন রকম ওই নির্জন দীপ থেকে বেঁচে বাড়ি ফিরেছিলেন। কাজল দেবীর চোখে মুখে এখনো সেই আতঙ্কের ছাপ রয়েছে। মঙ্গলবার সেই মৃত মৎস্যজীবীর বাড়িতে গেলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার।
এদিন তিনি ওই দরিদ্র মৃত মৎস্যজীবীর স্ত্রীর হাতে কিছু খাদ্য সামগ্রী শাড়ি এবং আর্থিক সাহায্য তুলে দেন। এই বিষয়ে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার বলেন মৃত মৎস্যজীবীর পরিবারে পাশে আমরা রয়েছি, যদি কোন আইনত সহযোগিতা লাগে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তবে নামখানা থানার এই উদ্যোগে খুশি এলাকা বাসিন্দারা। নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকারের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours