কেষ্ট এখন ফিরেছেন। সূত্রের খবর, বোলপুরে মাঝে মধ্যে রাজনৈতিক 'বাঁশিও' বাজাচ্ছে তিনি। কোর কমিটিকে আলগা ছলে এড়িয়ে ব্লকে ব্লকে কর্মসূচির মাধ্যমে অনুব্রতর হাতেই যে রাশ তাও বোঝানোর চেষ্টা করেছেন তিনি।
পূরণ হবে কেষ্টর 'দেড় লাখি' ঘোষণা? রবিতে বীরভূমে বৈঠকে বসবে কোর কমিটি
অনুব্রত মণ্ডল
বীরভূম: যে জেলায় ‘শঙ্কা’ বেশি। সেই জেলার দায়িত্ব খোদ নিজের তুলে নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের আগেই স্পষ্ট করেছে বিশেষজ্ঞরা। যখন অনুব্রত ছিলেন না। তখন জেলায় সংগঠন সুষ্ঠ ভাবে চালাতে, গোষ্ঠী কোন্দল এড়াতে কোর কমিটি গঠন করেছিলেন খোদ মমতা।
কেষ্ট এখন ফিরেছেন। সূত্রের খবর, বোলপুরে মাঝে মধ্যে রাজনৈতিক ‘বাঁশিও’ বাজাচ্ছে তিনি। কোর কমিটিকে আলগা ছলে এড়িয়ে ব্লকে ব্লকে কর্মসূচির মাধ্যমে অনুব্রতর হাতেই যে রাশ তাও বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু সেই বাঁশিই শুক্রবার কেড়ে নিলেন তৃণমূল সুপ্রিমো। বুঝিয়ে দিলেন শেষ কথা কোর কমিটিই। একেবারের জন্য পাট চুকিয়ে দিলেন জেলা সভাপতি পদের।
উল্লেখ্য, এবার এই আবহেই সভাপতি পদ ‘হারিয়ে’ প্রথমবার কোর কমিটির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অনুব্রত মণ্ডল। মোট ন’সদস্যের এই কমিটিতে রয়েছেন কেষ্টর ‘প্রতিদ্বন্দ্বী’ কাজল শেখও। জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজন করা হয়েছে কোর কমিটির বৈঠকের। যার দায়িত্বে রয়েছেন কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্য়ায়।
কমিটির সদস্যদের পাঠানো চিঠিতে আশিস বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, ‘মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক ডাকা হচ্ছে।’ গত দেড় মাসের বেশি সময় ধরে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়নি। যার জেরে সেখানেই সংগঠনের বিভিন্ন নেতৃত্বদের অন্দরে ক্ষোভ দানা বাঁধছিল। সংগঠনের রাশ কার হাতে, সেই উঠছিল নানা প্রশ্ন। কেষ্ট-অনুগামীরা আশা করছিলেন, আবার হয়তো অনুব্রত মণ্ডলকেই জেলা সভাপতি ঘোষণা করা হবে। কিন্তু কোনওটাই হল না। উল্টে পদটাও তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো।
কোন লাইনে চলতে পারে বৈঠক?
দিন দুয়েক আগে সিউড়িতে অনুব্রত মণ্ডল ঘোষণা করেছিলেন, আগামী ২৫, ২৬ ও ২৭ তারিখ দেড় লক্ষ কর্মী-সমর্থকদের নিয়ে জেলার তিন কেন্দ্রে মিছিল করা হবে। সূত্রের খবর, আগামিকালের বৈঠক আলোচনা হবে ওই বিষয়েও। ফলত, অনুব্রতর ঘোষণা কোর কমিটি পূরণ করবে কিনা সেই দিকেও তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।


Post A Comment:
0 comments so far,add yours