ফেস্টে যাবেন না বলে জানিয়ে দেন। কিন্তু, তার মধ্যেই যে তিনি এই কাজ করে ফেলবেন তা ভাবতে পারেননি কেউ।
নিতে এসেছিল বান্ধবী, কলেজ ফেস্টে যাওয়ার আগেই চরম কাজটা করে ফেলল বিটেকের সৌরভ
এলাকায় শোরগোল
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে চরম সিদ্ধান্ত কলেজ ছাত্রের। ছাদ থেকে ঝাঁপ বি টেক দ্বিতীয় বর্ষের ছাত্রের। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষ হল না। মৃত বলে ঘোষণা করে দিলেন চিকিৎসকেরা। চাঞ্চল্যকর ঘটনা রাজারহাটে। মৃত ছাত্রের নাম সৌরভ সুমন। বাড়ি বিহারের ভাগলুুরে। বারাসতে একটি বেসরকারি কলেজে ইঞ্জিনিয়রিং পড়ছিলেন। থাকছিলেন ঝাউতলায় তিরুপতি অ্যাপার্টমেন্টে।
সূত্রের খবর, শনিবার কলেজ ফেস্টে যাওয়ার কথা ছিল সৌরভের। তাঁকে নিতে বিকাল ৪টে নাগাদ এক বন্ধু ও এক বান্ধবী আসে তাঁর ঝাউতলার ফ্ল্যাটে। কিন্তু, সৌরভ ফেস্টে যাবেন না বলে জানিয়ে দেন। বন্ধুদের জানান তিনি জিমে যাবেন। এরই মধ্যে রাত ৯টা নাগাদ এক বন্ধুকেও ফোন করেন। শারীরিক অসুস্থতার কথা জানান। কিন্তু, তখনও কেউ টের পাননি কিছু সময়ের মধ্যেই তিনি কী করতে চলেছেন।
এর কিছু সময়ের মধ্যেই ওই শ্রীরাম ক্লাব টাউনের ভিতরে ঢুকে ছাদে গিয়ে ঝাঁপ দেয় বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারাই তাঁকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। পুলিশ বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পর্কজনিত সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যায় ছিলেন ওই যুবক। শেষ পর্যন্ত প্রেমে প্রত্যাখ্যাত হয়েই চরম সিদ্ধান্ত নেন।
Post A Comment:
0 comments so far,add yours