এ দিন সকালে কেন্দ্রের প্রতিনিধি দল টোকিয়োয় ভারতীয় দূতাবাসে যান। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। এরপর ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে দেখা করে কথা বলেন।
'দেশের মদতেই সন্ত্রাসের বাড়বাড়ন্ত', জাপানে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন অভিষেকরা
কেন্দ্রের প্রতিনিধি দল।
সন্ত্রাসবাদকে কোনওভাবে বরদাস্ত করবে না ভারত। সাফ বার্তা কেন্দ্রের। আর সেই বার্তাই বিশ্বের দুয়ারে পৌঁছে দিচ্ছে কেন্দ্রের পাঠানো সর্বদলীয় প্রতিনিধি দল। ইতিমধ্যেই জাপানে পৌঁছেছে কেন্দ্রের প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে রয়েছেন জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এ দিন সকালে কেন্দ্রের প্রতিনিধি দল টোকিয়োয় ভারতীয় দূতাবাসে যান। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। এরপর ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে দেখা করে কথা বলেন। এরপরে জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ার সঙ্গেও দেখা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সঙ্গে থাকার বার্তা দেন জাপানের বিদেশমন্ত্রী। ভারত যেভাবে জবাব দিয়েছে, তার প্রশংসাও করেন।
গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সঞ্জয় ঝা বলেন, “সবথেকে বড় সমস্যা হল সন্ত্রাসবাদ পাকিস্তানের নীতির অংশ। এই প্রতিনিধি দলের কাজ হল পাকিস্তানের আসল রূপ বিশ্বের সামনে আনা। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়, পাকিস্তানের সমর্থনেই সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত।”
টোকিয়োয় বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি বলেন, “আমরা জাপানে সফর শুরু করেছি। প্রথমেই আমরা ভারতীয় দূতাবাসে এসেছি। জাপানের অ্যাম্বাসডর ও তাঁর টিমের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে জাপানের কী দৃষ্টিভঙ্গি, তা বুঝতে চাইছি আমরা।”
এই প্রতিনিধি দল জাপানের পর ইন্দোনেশিয়াস মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরেও যাবে। সেখানেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং অপারেশন সিঁদুরের গুরুত্ব বোঝাবে। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সঞ্জয় ঝা। সদস্য দলে রয়েছেন মোহন কুমার, বিজেপি সাংসদ ডঃ হেমাঙ্গ জোশী ও অপরাজিতা সারাঙ্গি, ব্রীজ লাল, প্রধান বডুয়া, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস।
Post A Comment:
0 comments so far,add yours