ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগরে রাতের আকাশে দেখা গেল ড্রোনের মত আলো

কলকাতার পর এবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ নামখানা  মৌসুনিদ্বীপ গঙ্গাসাগরে রাতের আকাশের অন্ধকারে বিভিন্ন রকমের আলো দেখা যায়। গ্রামবাসীদের প্রাথমিক অনুমান ড্রোনের মত আলো দেখা যায় । দু' দফায় ড্রোনগুলি আকাশে উড়ছিল বলে প্রাথমিক অনুমান। প্রথমে দেখা মেলে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ। তারপর ঝড়-বৃষ্টি শুরু হয়। দ্বিতীয় দফায় দেখা যায় রাত সাড়ে দশটা নাগাদ।

 স্থানীয় বাসিন্দাদের অনেকেই সেই আলো দেখতে পায়। এরমধ্যে ৩টি আকারে বড়। ফ্রেজারগঞ্জ নামখানা পাশাপাশি গঙ্গাসাগরে  উপকূলে রাতের আকাশে একইভাবে এই আলোর দেখা মেলে। ইতিমধ্যে উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি। সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আকাশ ও জলপথে সন্দেহজনক কিছু দেখলে পুলিশ সুপারের অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours