মোদী বলেন, "আমাদের সরকার তিন সেনাকেই খোলাছুট দিয়েছিল। তিন সেনা মিলে এমন চক্রব্যূহ তৈরি করেছিল যে পাকিস্তান মাথা নত করতে বাধ্য হয়েছে। ২২ তারিখের হামলার জবাবে জঙ্গিদের ৯টা বড় ঠিকানা ২২ মিনিটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
'৩ সেনা এমন চক্রব্যূহ তৈরি করেছিল...', সিঁদুরের বদলার কাহিনি শোনালেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। কীভাবে সেই অভিযান চালিয়েছিল দেশের তিন বাহিনী, আজ তা-ই খোলসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিন রাজস্থানে জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “২২ এপ্রিল জঙ্গিরা ধর্ম জেনে আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। পহেলগাঁওয়ে গুলি চলেছিল, কিন্তু সেই গুলি ১৪০ কোটি মানুষের হৃদয় ফুঁড়ে দিয়েছিল। দেশবাসী চেয়েছিল তাদের এমন শাস্তি দেওয়া হোক, যা কল্পনারও বাইরে হবে। আপনাদের আশীর্বাদে ও সেনা বাহিনীর শৌর্যে আমরা সবাই সেই জবাব দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের সরকার তিন সেনাকেই খোলাছুট দিয়েছিল। তিন সেনা মিলে এমন চক্রব্যূহ তৈরি করেছিল যে পাকিস্তান মাথা নত করতে বাধ্য হয়েছে। ২২ তারিখের হামলার জবাবে জঙ্গিদের ৯টা বড় ঠিকানা ২২ মিনিটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্ব ও দেশের শত্রুরা দেখেছে, সিঁদুর বারুদ হয়ে গেলে, তার ফল কী হয়।”
ভারত এই জবাব দিতই, দেশবাসীর আকাক্ষ্মা পূরণ করার কথা বলে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি বলেছিলাম, দেশের মাথা নীচু হতে দেব না। আজ আমি রাজস্থান থেকে দাঁড়িয়ে বলছি, যারা সিঁদুর মুছতে বেরিয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতীয়দের রক্ত বইয়েছে, আজ প্রতি বিন্দুর হিসাব দিতে হয়েছে।”
Post A Comment:
0 comments so far,add yours