এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে রোহিত-বিরাটদের মতো সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি খুবই সমস্য়ার। সূত্রের খবর, বিরাট কোহলির সিদ্ধান্ত যদি বদলানো যায়, সেই চেষ্টায় বোর্ড। এর জন্য ভারতীয় ক্রিকেটের প্রভাবশালীদের সহযোগিতা নিচ্ছে বোর্ড!
বিরাট কোহলির অবসর সিদ্ধান্ত বদলাতে 'প্রভাবশালী'-র দ্বারস্থ বোর্ড!
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। যদিও সরকারি ভাবে অবসর ঘোষণা করেননি। সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এরপর বিরাটও যদি একই সিদ্ধান্ত নেন, ইংল্যান্ডে চাপে পড়বে ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করবে ভারতীয় দল। এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে রোহিত-বিরাটদের মতো সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি খুবই সমস্য়ার। সূত্রের খবর, বিরাট কোহলির সিদ্ধান্ত যদি বদলানো যায়, সেই চেষ্টায় বোর্ড। এর জন্য ভারতীয় ক্রিকেটের প্রভাবশালীদের সহযোগিতা নিচ্ছে বোর্ড!
যদিও সেই প্রভাবশালী ব্যক্তি কে, এ বিষয়ে কোনও পরিষ্কার তথ্য সামনে আসেনি। তবে সূত্রের খবর, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতো কিংবদন্তি এবং সতীর্থদের দিয়েই বিরাটকে বোঝানোর একটা চেষ্টা চলছে। এমনকি ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাও মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে খবর।
বিরাট কোহলি সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন কি না, এ বিষয়ে এখনও পরিষ্কার চিত্র পাওয়া যায়নি। তবে এখনও অবধি যা খবর, সিদ্ধান্তে অনড় ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার আগে অবধি বিষয়টি অবশ্য পরিষ্কার হওয়ার সম্ভাবনী ক্ষীণ। সূত্রের খবর, বিরাট কোহলি নাকি সপ্তাহ দুয়েক আগেই এই সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন।
Post A Comment:
0 comments so far,add yours