অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেই নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, বিরাট-রোহিত-অশ্বিন-জাডেজার মতো চার সুপারস্টার এই সিরিজে পারফর্ম করতে না পারলে ইংল্যান্ড সিরিজে সুযোগ নাও পেতে পারেন।


রোহিত অবসরে, ভাবনায় বিরাট; আর এক সিনিয়রকে নিয়েও কড়া সিদ্ধান্তে বোর্ড!



সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটার। তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল বর্ডার-গাভাসকর ট্রফি থেকেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততেই হত। সিরিজের প্রথম টেস্ট পারথে ব্যক্তিগত কারণে খেলেননি রোহিত। দ্বিতীয় ম্যাচ থেকে ফিরলেও। সিডনিতে শেষ টেস্টে ফের নিজেকেই বাদ দেন ক্যাপ্টেন রোহিত। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেই নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, বিরাট-রোহিত-অশ্বিন-জাডেজার মতো চার সুপারস্টার এই সিরিজে পারফর্ম করতে না পারলে ইংল্যান্ড সিরিজে সুযোগ নাও পেতে পারেন।

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের মাঝপথেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সিডনিতে রোহিত না খেলায় জল্পনা শুরু হয়ে যায়। সে সময় অবশ্য রোহিত জানিয়েছিলেন, শুধুমাত্র একটি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, অবসর নিচ্ছেন না এখনই। সামনে ইংল্যান্ড সফর। আইপিএলের মাঝেই হঠাৎ রোহিত শর্মা টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। এখন আলোচনা চলছে বিরাট কোহলিকে নিয়েও। আর এর মাঝে আরও এক সিনিয়রের টেস্ট ভবিষ্যৎও প্রশ্নে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ৫৮টির মতো ম্যাচ হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রীত বুমরা টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেননি। ফিট ছিলেন না তিনি। ফেরার পর শুরুর দিকে ছন্দ পেতে সমস্যা হলেও দ্রুতই ফর্মে ফিরেছিলেন। কিন্তু সিনিয়র পেসার মহম্মদ সামির পারফরম্যান্স চিন্তায় রেখেছে ভারতীয় বোর্ডকে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে চোটের পর প্রত্যাবর্তন হয় সামির। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম করেন। কিন্তু আইপিএলে চূড়ান্ত হতাশ করেছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours