বোড়াল কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটি আগেই নিজেদের দখলে নিয়েছে তৄণমূল ৷ এবার গড়িয়ার সংহতি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজ নির্বাচনের দিন ছিল ৷


সমবায় ব্যাঙ্ক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস
জয় তৃণমূলের


সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তিনটি কো অপারেটিভ ব্যাঙ্কের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৷ এতদিন এই ব্যঙ্ক দুটির পরিচালন কমিটি বামেদের হাতে ছিল ৷ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই সমবায় ব্যাঙ্কগুলির পারিচালন কমিটি নিজেদের দখলে নিয়ে আসতে পারায় আরও সুবিধাজনক জায়গায় দল পৌঁছল বলে মনে করছেন স্থানীয় নেতৄত্ব ৷

বোড়াল কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটি আগেই নিজেদের দখলে নিয়েছে তৄণমূল ৷ এবার গড়িয়ার সংহতি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজ নির্বাচনের দিন ছিল ৷ মোট ৭৯টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল ৷ কিন্তু বিরোধীরা বা এতদিন যাদের হাতে এই সমবায় ছিল তারা কেউ মনোনয়ন জমা না দেওয়ায় কোনও পদেই নির্বাচন হয়নি ৷ আগামী ৪০ দিনের মধ্যে এই সমবায়ের পরিচালন কমিটি তৈরি করা হবে ৷ মোট ১৫জনকে নিয়ে তৈরি করা হবে বোর্ড ৷ যারমধ্যে দুজন মহিলা সদস্যও থাকবেন ৷

জয়ী সদস্যদের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা ৷ এছাড়াও পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডলও ৷ উপস্থিত ছিলেন জেলা সমবায় দফতরের আধিকারিকরাও ৷

এই সমবায় দখল করলেও পরিচালন কমিটির কাছে এখন বড় চ্যালেঞ্জ প্রায় ১ কোটি টাকা ৷ এই ঋণ সমস্তটাই আদায় করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল ৷ তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই সমবায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ গরিব মানুষের সেবা করবে ৷”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours