জানা গিয়েছে, একদম বাড়ির সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে প্রধান দরজা উড়ে গিয়েছে। বাড়ির একাংশও ক্ষতিগ্রস্থ হয়েছে।
পাকিস্তানের ভিতরে কী হচ্ছে? প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টার বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ, উড়ল দরজা-দেওয়াল!
পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে বিস্ফোরণ।


পাকিস্তানে বড় বিস্ফোরণ। জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা, মুবারক জেব খানের বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে তাঁর বাড়ির গেট ও দেওয়ালের একাংশ উড়ে গিয়েছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় বাজৌর জেলায় শাহ নারায় এলাকায় বাড়ি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তথা জাতীয় সংসদের সদস্য মুবারক জেব খান। জোরাল বিস্ফোরণ হয় তাঁর বাড়ির সামনে। এরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, একদম বাড়ির সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে প্রধান দরজা উড়ে গিয়েছে। বাড়ির একাংশও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বিস্ফোরণের সময় মুবারক জেব খান বাড়িতে ছিলেন না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের পরই পাক নেতা বলেন, “আমার বাড়ির প্রধান দরজা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে কেউ আহত হয়নি। এই কাপুরুষোচিত হামলায় আমি ভয় পাব না।”

এই হামলায় এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে রাজনৈতিক শত্রুতার জেরে হামলা বা কোনও জঙ্গিগোষ্ঠীর হামলা বলেই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours