বিআর গভাই দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি, যিনি উপজাতি সম্প্রদায়ের। এর আগে কেজি বালাকৃষ্ণন প্রথম শিডিউল কাস্ট সম্প্রদায়ের প্রধান বিচারপতি ছিলেন।
মেয়াদ মাত্র ৬ মাস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিআর গভাই
প্রধান বিচারপতি বিআর গভাই।
সুপ্রিম কোর্ট পেল নয়া প্রধান বিচারপতি। আজ, বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গভাই। তিনি দেশের ৫২তম প্রধান বিচারপতি হলেন। তিনিই দেশের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান বিচারপতি।
এদিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতি হিসাবে ছয় মাস মেয়াদ তাঁর। আগামী ২৩ নভেম্বর তিনি অবসর নেবেন। প্রধান বিচারপতি বিআর গভাইয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ মন্ত্রিসভার অনেকে। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও।
বিআর গভাই দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি, যিনি উপজাতি সম্প্রদায়ের। এর আগে কেজি বালাকৃষ্ণন প্রথম শিডিউল কাস্ট সম্প্রদায়ের প্রধান বিচারপতি ছিলেন।
বিআর গভাইয়ের কেরিয়ার-
প্রধান বিচারপতি বিআর গভাইয়ের বাবা আরএস গভাই বিহার, কেরল ও সিকিমের রাজ্যপাল ছিলেন। ১৯৮৫ সালে আইনি যাত্রা শুরু হয় বিআর গভাইয়ের। বম্বে হাইকোর্টে তিনি প্রাকটিস করতেন ১৯৮৭ সাল থেকে। ২০০৩ সালে তিনি বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে বসেন। এরপর ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টে উন্নীত হন।
সুপ্রিম কোর্টের একাধিক যুগান্তকারী রায়ের অংশ ছিলেন বিআর গভাই। ২০৩ সালে সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির সিদ্ধান্তকে বহাল রাখার রায়ে ৫ বিচারপতি বেঞ্চের সদস্য ছিলেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours