মার্চের ৩ থেকে মার্চের ৭ তারিখের মধ্যে ২০০-এর বেশি স্মলক্যাপ সংস্থার রিটার্ন ছুঁয়ে ফেলেছে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত রিটার্ন। সর্বোচ্চ কফি ডে এন্টারপ্রাইজ বেড়েছে ৪০ শতাংশে বেশি।
৩ দিনেই লাভ হয়েছে ৪০ শতাংশ, এই সব স্মলক্যাপ সংস্থা মালামাল করে দিয়েছে বিনিয়োগকারীদের!
একদিকে তৃতীয় ত্রৈমাসিকের খারাপ ফলাফল, অন্যদিকে ট্রাম্পের কর বসানো এই দুইয়ের ধাক্কায় টালমাটাল হয়েছিল ভারতের শেয়ার বাজার। ফেব্রুয়ারিতে হুড়মুড়িয়ে পড়েছিল ভারতের সমস্ত সূচক। কিন্তু মার্চের প্রথম সপ্তাহেই পাল্টা প্রত্যাবর্তন করে ভারতের শেয়ার বাজার। আর তারপর মাত্র ৩ দিনেই ২০০-এর বেশি স্মলক্যাপ সংস্থার রিটার্ন ছুঁয়ে ফেলেছে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত রিটার্ন।
মার্চের ৩ থেকে মার্চের ৭ তারিখের মধ্যে বিএসই লার্জ ক্যাপ, বিএসই মিড ক্যাপ ও বিএসই স্মলক্যাপ রিটার্ন দিয়েছে যথাক্রমে ২.৪ শতাংশ, ৩.৩ শতাংশ ও ৬ শতাংশ। এই সপ্তাহেই বিএসই সেনসেক্স ১১৩৪ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ৪২৭ পয়েন্ট বা ১.৯৩ শতাংশ বেড়েছে নিফটি ৫০ বেঞ্চমার্ক সূচকও।
গত সপ্তাহে বেড়েছে নিফটির সব সেক্টোরিয়াল সূচকও। নিফটির মেটাল ইনডেক্স বেড়েছে ৮.৬ শতাংশ, মিডিয়া ইনডেক্স বেড়েছে ৭.৩ শতাংশ। আবার অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস বেড়েছে ৫.৩ শতাংশ ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সূচক বেড়েছে প্রায় ৫ শতাংশ।
তালিকা দেখতে দেখা যাবে মার্চের প্রথম সপ্তাহে সর্বোচ্চ কফি ডে এন্টারপ্রাইজ বেড়েছে ৪০ শতাংশে বেশি। এ ছাড়াও বেড়েছে ত্রিবেণী টারবাইন, ভাদিলাল ইন্ডাস্ট্রিজ, ম্যান ইন্ডাস্ট্রিজ, সান ফার্মা, জেন টেকনোলজিসের শেয়ারের দামও। অন্যদিকে, এই একই সময়ে একাধিক সংস্থা পড়েছে হুড়মুড়িয়েও। ৪০ শতাংশে বেশি পড়েছে জেনসোল ইঞ্জিনিয়ারিং। এ ছাড়াও ২০ শতাংশের বেশি পড়েছে ইকেআই এনার্জি, জিন্দাল ওয়ার্ল্ডওয়াইড ও সুরাটোয়ালা বিজনেস গ্রুপ।
Post A Comment:
0 comments so far,add yours