চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিচ থেকে সুবিধা নেই পেসারদের। অভিজ্ঞ সামি এখনও অবধি ভরসা দেওয়ার মতোই বোলিং করেছেন। ফাইনালের মঞ্চে তাঁর অভিজ্ঞতা ভারতের সম্পদ। যদিও সামিকে নিয়ে একদল বিতর্কের পরিবেশ তৈরি করতে চাইছে।
'সামি সাহেব...', ফাইনালের আগে দেশের পেসারকে বার্তা জাভেদ আখতারের
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে ভারত। সুপার সানডে-তে দুবাইয়ে ট্রফির ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। আর চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন মহম্মদ সামি। আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তাঁরই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিচ থেকে সুবিধা নেই পেসারদের। অভিজ্ঞ সামি এখনও অবধি ভরসা দেওয়ার মতোই বোলিং করেছেন। ফাইনালের মঞ্চে তাঁর অভিজ্ঞতা ভারতের সম্পদ। যদিও সামিকে নিয়ে একদল বিতর্কের পরিবেশ তৈরি করতে চাইছে। এ বিষয়ে এ বার মুখ খুললেন গীতীকার জাভেদ আখতার।
দুবাইয়ের কড়া রোদে ম্যাচ। মাঠে নেমে ক্রিকেটারদের পরিস্থিতি কঠিন। স্বাভাবিক ভাবেই তুলনামূলক ভাবে বেশি ড্রিঙ্কস ব্রেকও হচ্ছে। এর পাশাপাশি বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময়ও এনার্জি ড্রিঙ্ক নিচ্ছেন ক্রিকেটাররা। এমনই একটা ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়। মুসলিম হয়েও সামি কেন রোজা রাখছেন না, এই প্রশ্ন ওঠে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য সকলেই এর বিরোধিতা করেছেন। বরং সামির পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন, ধর্ম নয়, দেশের সম্মানকেই সামি গুরুত্ব দিচ্ছেন। এটাই হওয়া উচিত।
সদ্য সামিকে নিয়ে বিতর্ক তৈরি করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বারেলভি মন্তব্য করেছেন, ‘সামি পাপ করছে’। এমন মন্তব্যের পরই আরও ঝড় উঠেছে। দেশের প্রাক্তন ক্রিকেটাররাও সামির পাশে দাঁড়িয়েছেন। ধর্ম এবং খেলাকে এক না করার অনুরোধ করেছেন হরভজন সিংয়ের মতো প্রাক্তন।
সামির পাশে দাঁড়িয়ে এ বার বিশেষ বার্তা দিলেন কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার। পাশাপাশি সামিকে নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁদেরও একহাত নিতে ছাড়েননি। সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি জাভেদ আখতার লেখেন, ‘সামি সাহেব, দুবাইয়ের এইরকম গরমে, ক্রিকেটে মাঠে আপনার জল পান নিয়ে যাদের সমস্যা রয়েছে সেই সমস্ত ধর্মান্ধ বোকাদের কথায় একদম পাত্তা দেবেন না। এসব নিয়ে তাদের না ভাবলেও চলবে। আপনি ভারতীয় ক্রিকেট দলের সদস্য। যে টিম দেশ এবং আমাদের গর্বিত করে চলেছে। আপনাকে এবং পুরো টিমকে আমার শুভেচ্ছা রইল।’
Post A Comment:
0 comments so far,add yours