দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিন শাখায় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইকে FIR করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এতদিন সিবিআই রাজ্যের '




SANCTION' পাওয়ার অপেক্ষায় FIR না করায়, তাদের ভর্ৎসনা করে আদালত।


ডাস্টবিনে গিয়ে পড়বে... বাংলায় থেকে এমন হয়েছে!', SBI ও UCO ব্যাঙ্কের কয়েক কোটির প্রতারণা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ


 স্টেট ব্যাঙ্ক ও UCO ব্যাঙ্কের দুই শাখায় কয়েক কোটির দুর্নীতি মামলায় হাইকোর্টে ভর্ৎসিত সিবিআই। কয়েক বছর আগে অভিযোগ হলেও সিবিআই এতদিনে FIR পর্যন্তও করেনি, এতে ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।


সিবিআই-এর ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিচারপতি প্রশ্ন করেন, “সিবিআই কি কাজ করবে না বলে এটা করছে?” বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “বাংলায় থেকে সিবিআইয়ের এমন হয়েছে! পাবলিক মানি ফ্রড হয়েছে, রাজ্যের অনুমতির কোথায় প্রয়োজন?”

প্রসঙ্গত, দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিন শাখায় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইকে FIR করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এতদিন সিবিআই রাজ্যের ‘SANCTION’ পাওয়ার অপেক্ষায় FIR না করায়, তাদের ভর্ৎসনা করে আদালত।


বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, “ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগে পাবলিক সার্ভেন্ট যুক্ত, এই যুক্তিতে কেন সিবিআই রাজ্যের কাছে অনুমোদন চাইছে? ব্যাঙ্কের ক্ষেত্রেও যদি রাজ্যের অনুমতি চাওয়া হয়, সেটা ডাস্টবিনে গিয়ে পড়বে। কারণ ব্যাঙ্কের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন দরকার নেই।”

বিচারপতির আরও বক্তব্য, “SBI, UCO-সহ কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অফিসারদের ব্যাপারে রাজ্যের অনুমোদন নিষ্প্রয়োজন।” বিচারপতি এক্ষেত্রে স্মরণ করিয়ে দেন, কয়লা পাচার মামলায় বিনয় মিশ্র মামলায় হাইকোর্ট নির্দেশ আগেই দিয়েছে এই ব্যাপারে। কেন্দ্রীয় সরকারি কর্মী, পাবলিক সেক্টর আন্ডার টেকিং বা পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করতে রাজ্যের অনুমোদন দরকার নেই।

সিবিআই-এর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “সিবিআই এফআইআর করল, আর কাল ব্যাঙ্ক বলল, এটা দুর্নীতির মামলা নয়, তখন কী হবে? সেই জটিলতার জন্যেই সিবিআই আটকে রয়েছে।” তিনি আদালতকে জানান, “এমনিতেই সিবিআইয়ের মামলার চাপ বেশি, সেই তুলনায় লোক কম। কোর্ট অর্ডার দিলে আমাদের কোনও সমস্যা নেই।”

এরপর বিচারপতি নির্দেশ দেন, FIR করার আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে ব্যাঙ্কগুলিকে পাঠাবে। তাদের কোনও আপত্তি থাকলে জানাবে। না হলে দ্রুত সিবিআই FIR করবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours