রেনেসাঁর ১০ নম্বর টাওয়ারের বাসিন্দা শ্রাবণী মল্লিক। কয়েকদিন আগে কুম্ভ মেলায় গিয়েছিলেন তিনি। সেই সুযোগে দুষ্কৃতীরা ফ্ল্যাটের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে পালায়। পাশাপাশি ১২ নম্বর টাওয়ারের ফ্ল্যাটের বাসিন্দা মিষ্টু ভৌমিক ঘোষাল।


মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে বর্ধমান ফিরেই চমকে উঠলেন মহিলা, এমনটাও সম্ভব!
কীভাবে সম্ভব এমনটা?


পুণ্য অর্জনের জন্য মহিলা গিয়েছিলেন কুম্ভমেলায়। সেখানে পুণ্যস্নান করেছিলেন। পরে ফিরেও এসেছেন নিজের ফ্ল্যাটে। আর ঘরের গেটের সামনে আসতেই চোখ কপালে ওঠার জোগাড়। এ কী! এমনটাও সম্ভব? ভাবতেই পারছেন না মহিলা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের রেনাসাঁ উপনগরীতে।


জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুবাদে দুষ্কৃতীরা ফ্ল্যাটের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে চম্পট দিল। শুধু একটি বাড়িতে নয়। একাধিক ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, রেনাসাঁর ১০,১১ ও ১২ নম্বর টাওয়ারের দু’টি ফ্ল্যাটে দুষ্কৃতীরা চুরির চেষ্টা করেছে।

রেনেসাঁর ১০ নম্বর টাওয়ারের বাসিন্দা শ্রাবণী মল্লিক। কয়েকদিন আগে কুম্ভ মেলায় গিয়েছিলেন তিনি। সেই সুযোগে দুষ্কৃতীরা ফ্ল্যাটের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে পালায়। পাশাপাশি ১২ নম্বর টাওয়ারের ফ্ল্যাটের বাসিন্দা মিষ্টু ভৌমিক ঘোষাল। কর্মসূত্রে দুর্গাপুরে গিয়েছিলেন রবিবার। তাঁর স্বামী অমিত ঘোষাল। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। তিনিও রাতে বাড়িতে ছিলেন না। বাড়ির মালিকের দাবি, তাঁদের ফ্ল্যাটেও চুরি হয়েছে। লুঠ করে নিয়ে গিয়েছে নগদ ৪০ হাজার টাকা,দুটি এটিএম কার্ড ও বেশ কয়েকটি রূপোর কয়েন ও সোনার গয়না। মিষ্টু বলেন, “আমি দুর্গাপুরে ছিলাম। স্বামী নদিয়াতে ছিলেন। ঘরে তালা দেওয়া ছিল। বাড়িতে আসি। তখনই দেখি এই ঘটনা। বাড়ির তালা ভেঙে সব চুরি হয়ে গিয়েছে।”


এরপর দুষ্কৃতীরা ১১ নম্বর টাওয়ারের একটি ফ্লাটে তালা ভেঙে চুরি করতে যায়। তালা ভাঙার শব্দে আবাসিকদের ঘুম ভেঙে যায়। বিপদ বুঝে পালিয়ে যায় তারা। স্থানীয় আবাসিকদের অভিযোগ,দিনে নিরাপত্তারক্ষী থাকলেও রাতে কেউ থাকে না। সেই কারণেই এমন ঘটনা। নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিকরা। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে। বর্ধমান থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours