এর কয়েকদিন আগে বাজেট পেশের সময় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে মুক্তি দিয়ে মধ্যবিত্তকে স্বস্তি দিয়েছেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। কিন্তু সেই সুখের জোয়ারেই এবার ভাটা ফেলছে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC।
শেষ সুখের দিন! EMI কমাতে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ছাঁটতেই বড় পদক্ষেপ এই ব্যাঙ্কের
প্রতীকী ছবি
মধ্যবিত্তের সুখের জোয়ারে ভাটা আনল এই ব্যাঙ্ক। সাম্প্রতিককালে, দেশে সুদের হার বা রেপো রেট কমানোর ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানান, চলতি সুদের হার ৬.৫০ শতাংশ থেকে ২৫ পয়েন্ট কমিয়ে নিতে চলেছে তারা।
তিনি বলেন, মনিটরি পলিসি কমিটির সর্বসম্মতিতেই এই সুদের হার ছেঁটে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে আগের থেকে কিছুটা হলেও কমবে মধ্যবিত্তের EMI-এর বোঝা।
এর কয়েকদিন আগে বাজেট পেশের সময় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে মুক্তি দিয়ে মধ্যবিত্তকে স্বস্তি দিয়েছেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। কিন্তু সেই সুখের জোয়ারেই এবার ভাটা ফেলছে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC।
কী কাণ্ড ঘটিয়েছে তারা?
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতেই নিজেদের MCLR বা মার্জিন কস্ট অব লেনডিং রেটস ৫ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে এই বেসরকারি ব্যাঙ্কের MCLR রেট ছিল ৯.১৫ শতাংশ। যা বেড়ে দাঁড়াল ৯.২০ শতাংশে।
সাধারণের জীবনে কী প্রভাব পড়বে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, MCLR রেট সরাসরি ভাবে প্রভাব ফেলে লোনের সুদের উপর। অর্থাৎ, একটি ব্যাঙ্ক তাদের MCLR রেট যত বাড়বে, ততই বাড়বে EMI-এর বোঝা।
কীভাবে নির্ধারণ করা হয় MCLR রেট?
জানা গিয়েছে, মূলত ডিপোজিট রেট, রেপো রেট, অপারেশনাল কস্ট ও নগদ রিজার্ভ অনুপাতের মধ্য়ে দিয়ে একটি ব্যাঙ্ক এই MCLR রেট নির্ধারণ করে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রেটের মাধ্যমে ঋণগৃহীতার মাসিক EMI-তে বড় প্রভাব ফেলতে পারে কোনও ব্যাঙ্ক। যত বাড়ানো হবে এই রেট, ততই বাড়বে EMI-এর পরিমাণও।
Post A Comment:
0 comments so far,add yours