সম্প্রতি সময় রায়নার শোয়ে হাজির হয়েছিলেন রণবীর। আর সেখানেই এক প্রতিযোগীকে এমন এক প্রশ্ন করে বসেন, রণবীর, যা নিয়ে এখন তোলপাড় নেদুনিয়ায়। বহু মানুষরাই মনে করছেন রণবীরের এমন মন্তব্য অত্যন্ত কুরুচিকর।


মা-বাবার যৌনতায় যোগ দেবে সন্তান! রণবীরের মন্তব্যে বিতর্কের ঝড়


সোশাল মিডিয়ার বড়সড় নাম রণবীর আল্লাহবাড়িয়া। দেশের যে কয়েকজন ইউটিউবাররা নতুন প্রজন্মকে প্রাভাবিত করে, তাঁদের মধ্যে পয়লা নম্বরেই থাকবেন রণবীর। আর রণবীরই ফস করে এমন মন্তব্য করে বসলেন যে, তাঁর নামে দায়ের হল এফআইআর!


ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সময় রায়নার শোয়ে হাজির হয়েছিলেন রণবীর। আর সেখানেই এক প্রতিযোগীকে এমন এক প্রশ্ন করে বসেন, রণবীর, যা নিয়ে এখন তোলপাড় নেদুনিয়ায়। বহু মানুষরাই মনে করছেন রণবীরের এমন মন্তব্য অত্যন্ত কুরুচিকর।


এই খবরটিও পড়ুন
বিয়ের ২৫ বছরের মাথায় আলাদা, কেন স্বামীকে এখনও ডিভোর্স দেননি মাধবী?
বিয়ের ২৫ বছরের মাথায় আলাদা, কেন স্বামীকে এখনও ডিভোর্স দেননি মাধবী?
ঘরের দরজা বন্ধ করে বসে হৃত্বিক, ছাড়তে চান অভিনয়, তারপর…
ঘরের দরজা বন্ধ করে বসে হৃত্বিক, ছাড়তে চান অভিনয়, তারপর…
কলকাতায় নকল আধার বানানোর চেষ্টা, সইফের বাড়ির আততায়ীকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য
কলকাতায় নকল আধার বানানোর চেষ্টা, সইফের বাড়ির আততায়ীকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য
আবার হামলার ভয়! হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বড় সিদ্ধান্ত নিলেন সইফ
আবার হামলার ভয়! হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বড় সিদ্ধান্ত নিলেন সইফ
কী বলেছেন রণবীর?

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন।



রণবীরের এই মন্তব্যের সমালোচন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। এমনকী, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথাও বলেছেন তিনি। এএনআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মহারাষ্ট্রের উইম্য়ানস কমিশন রণবীরের নামে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের হয়েছে শোয়ের অর্গানাইজারের সহ বিচারকদের বিরুদ্ধেও।

তবে বিতর্কের আগুন বাড়তেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ক্ষমা চাইলেন রণবীর। এই ভিডিওতে রণবীর জানালেন, আমি পড়ে বুঝতে পেরেছি, আমার এই মন্তব্য একেবারেই মজার নয়। এটা অশ্লীল। আশা করি আমাকে ক্ষমা করে দেবেন সবাই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours