এলাকারই এক বান্ধবীর বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্পিতা। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করে তার বান্ধবী। কিন্তু, কোনও সাড়াশব্দই পাওয়া যায়নি। খবর দেওয়া হয় কিশোরীর বাড়িতে।
বিকাল গড়িয়ে গেলেও ভাঙেনি ঘুম! মাধ্যমিকের অর্পিতার শেষ পর্যন্ত এই হাল মানতেই পারছে না পরিবার
অর্পিতা মণ্ডল
বিকাল পর্যন্ত ভাঙেনি ঘুম। অনেক ডাকাডাকি করেও মেলেনি কোনও সাড়াশব্দ। মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটল পরিবারের লোকজন। কিন্তু, কে জানত ওই ঘুম আর কোনওদিনই ভাঙবে না। ডাক্তাররা জানিয়ে দিলেন মৃত্যু হয়েছে কিশোরীর। মৃতার নাম অর্পিতা মণ্ডল। এবারই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্পিতা। বাড়ি নকশালবাড়ি মেচবস্তি এলাকায়। মেয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
এলাকারই এক বান্ধবীর বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্পিতা। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করে তার বান্ধবী। কিন্তু, কোনও সাড়াশব্দই পাওয়া যায়নি। খবর দেওয়া হয় কিশোরীর বাড়িতে। ছুটে আসে মা। সকলে মিলে তড়িঘড়ি অর্পিতাকে নিয়ে নকশালবাড়ি হাসপাতালে। কিন্তু, ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করে দেন। ময়নাতদন্তের জন্য তার দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে।
অর্পিতা নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের পড়াশোনা করছিল বলে জানাচ্ছে তাঁর পরিবারের সদস্যরা। এবার তাঁর সিট পড়েছিল হাতিঘিসার পরীক্ষা কেন্দ্রে। কিন্তু, আচমকা কীভাবে মেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল তা বুঝতে পারছে না পরিবারের লোকজনও। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিশও। সকলেরই নজর ময়নাতদন্তের রিপোর্টের দিকে।
Post A Comment:
0 comments so far,add yours