তাঁদের সাসপেন্ড করা নিয়ে এদিন বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বলেন, "আমরা হিন্দু ও জনজাতিদের ভোটে জিতে বিধায়ক, সাংসদ হয়েছি। হিন্দুদের হয়ে বলার জন্য সাসপেন্ড করায় আমরা গর্বিত।"




কলকাতা: বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড হওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা-সহ ৪ বিজেপি বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেনশন নিয়ে রাজ্যকে তোপ দেগে বিরোধী দলনেতার বক্তব্য, “হিন্দুদের হয়ে বলার জন্য সাসপেন্ড হওয়ায় আমি গর্র


 পুজোয় রাজ্যের বিভিন্ন জায়গায় বাধাদানের অভিযোগ উঠেছিল। সরব হয়েছিল বিজেপি। সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে গেরুয়া শিবির। সোমবার সেই প্রস্তাব পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তবে সেই প্রস্তাবের উপর আলোচনার দাবি খারিজ করেন স্পিকার।

আলোচনার দাবি খারিজ হতেই সরব হন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান দেন। ওয়েলে নেমে আসেন বিরোধী দলনেতা। কাগজ ছিঁড়ে ছুড়ে দেন বলে অভিযোগ। ১০ মিনিট বিক্ষোভের পর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। অন্যদিকে, শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে ৩০ দিনের জন্য বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours