ট্রাম্পের ঘোষণার আগেই মার্কিন বিখ্যাত বারবন হুইস্কির উপরে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হল। আগে যেখানে বারবন হুইস্কিতে ১৫০ শতাংশ শুল্ক চাপানো হত, তা এক ধাক্কায় কমিয়ে ৫০ শতাংশ করা হল।



হাফ দামে বিদেশি মদ! মোদীর সফরের মাঝেই ৫০ শতাংশ কমল শুল্ক
প্রতীকী চিত্র।

বিদেশি মদ আরও সস্তায়। আমেরিকার জনপ্রিয় হুইস্কির স্বাদ হল আরও মিষ্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের মাঝেই বারবন হুইস্কির আমদানি শুল্ক একধাক্কায় ৬৬.৬ শতাংশ কমিয়ে দেওয়া হল।


শুক্রবারই মার্কিন সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় উঠে এসেছে ট্যারিফ বা শুল্ক প্রসঙ্গ। ট্রাম্প সাফ জানিয়েছেন, ভারতের উপরে সমান হারে শুল্ক বসানো হবে। অর্থাৎ ভারত আমেরিকার উপরে যে হারে শুল্ক বসায়, আমেরিকাও ভারতীয় পণ্যে সেই হারেই শুল্ক বসাবে।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার আগেই মার্কিন বিখ্যাত বারবন হুইস্কির উপরে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হল। আগে যেখানে বারবন হুইস্কিতে ১৫০ শতাংশ শুল্ক চাপানো হত, তা এক ধাক্কায় কমিয়ে ৫০ শতাংশ করা হল। তবে সররার ৫০ শতাংশ কৃষি সেস যোগ করেছে।

ভারতে যত বিদেশি মদ আমদানি করা হয়, তার প্রায় এক চতুর্থাংশ বা ২৫ শতাংশই বারবন হুইস্কি। এই মদের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০২৩-২৪ সালে ভারত ২.৫মিলিয়ন ডলারের বারবন হুইস্কি আমদানি করেছিল। কর্ন বা ভুট্টার দানা দিয়ে তৈরি এই হুইস্কিতে হালকা একটা মিষ্টি স্বাদ থাকে। পুরনো ওক কাঠের ব্যারেলে পাস্তুরাইজ করা হয় হুইস্কি, যা এক অনন্য স্বাদ এনে দেয়।

উল্লেখ্য, আমদানি শুল্ক কমানো হয়েছে শুধু বারবন হুইস্কির উপরই। বাকি বিদেশ থেকে আমদানি করা মদে ১০০ শতাংশ আমদানি শুল্কই থাকছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours