'Fight more among yourselves', Omar slams UP Congress
চব্বিশের লোকসভা নির্বাচনে দিল্লিতে আপ ও কংগ্রেসের পরস্পরের হাত ধরে লড়াই করেছিল। কিন্তু, কোনও আসন পায়নি। এরপর বিধানসভা নির্বাচনে একা লড়াই সিদ্ধান্ত নেয় কেজরীবালের আপ। কংগ্রেসও একা লড়ে। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারে দুটি দল পরস্পরকে তীব্র আক্রমণ করে।
নিজেদের মধ্যে আরও লড়াই করো', আপ-কংগ্রেসকে খোঁচা ওমরের
কেন আপ ও কংগ্রেসকে খোঁচা দিলেন ওমর আবদুল্লা?
দুটি দলই ইন্ডিয়া জোটের শরিক। কিন্তু, দিল্লিতে বিধানসভা নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে তারা। এমনকি, নির্বাচনী প্রচারে পরস্পরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। আর ফল ঘোষণার প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে যেতেই ইন্ডিয়া জোটের দুই শরিক আপ ও কংগ্রেসকে খোঁচা দিলেন ইন্ডিয়া জোটের আর এক শরিক ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। আপ ও কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “আরও নিজেদের মধ্যে লড়াই করো।”
দিল্লিতে ৭০ আসনের বিধানসভা নির্বাচনের শনিবার ফল ঘোষণা হচ্ছে। প্রায় ৫০টি কাছাকাছি আসনে এগিয়ে বিজেপি। দিল্লিতে ২৬ বছর পর সরকার গড়ার পথে এগিয়ে চলেছে তারা। প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করার পরই অরবিন্দ কেজরীবালের আপ ও কংগ্রেসকে খোঁচা দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
চব্বিশের লোকসভা নির্বাচনে দিল্লিতে আপ ও কংগ্রেসের পরস্পরের হাত ধরে লড়াই করেছিল। কিন্তু, কোনও আসন পায়নি। এরপর বিধানসভা নির্বাচনে একা লড়াই সিদ্ধান্ত নেয় কেজরীবালের আপ। কংগ্রেসও একা লড়ে। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারে দুটি দল পরস্পরকে তীব্র আক্রমণ করে। পরস্পরকে ‘বিজেপি-র বি টিম’ বলে আক্রমণ শানায়। এই নিয়েই এবার দুই দলকে খোঁচা দিলেন ওমর। এর আগেও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে।
Post A Comment:
0 comments so far,add yours