আন্না হাজারে বলেন, "মানুষজন দেখেছেন যে ওঁ (কেজরীবাল) চরিত্র নিয়ে কথা বলেছে এদিকে নিজের নামই আবগারি নীতি দুর্নীতিতে জড়িয়েছে...রাজনীতিতে অভিযোগ করাই হয়। নিজেকে প্রমাণ করতে হয় যে আমি নির্দোষ। সত্যিটা সত্যিই থাকে।
'মদই ডোবাল...', কেজরীবালের পাশে দাঁড়ালেন না শিক্ষাগুরু আন্না হাজারেই
অরবিন্দ কেজরীবাল ও আন্না হাজারে।
আব কি বার, আপ সরকার। এই স্লোগান হয়তো আর সত্যি হবে না রাজধানী দিল্লিতে। প্রতিবার যেখানে ঝাড়ু সাফ করেছিল বাকি দলকে, এবার সেখানেই ফুটছে পদ্ম। ধরাশায়ী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। আপের এই খারাপ ফলাফলের জন্য কেজরীবালের আবগারি নীতি দুর্নীতিকেই দুষছেন অনেকে। কী বলছেন কেজরীর রাজনীতির শিক্ষাগুরু আন্না হাজারে?
দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন আন্না হাজারে। আমরণ অনশনে বসেছিলেন তিনি। দেশ-বিদেশ থেকে তাঁর প্রতি সমর্থন উপচে পড়েছিল। ওই মঞ্চ থেকেই উঠে এসেছিলেন আরেক নেতা। অরবিন্দ কেজরীবাল। সরকারি চাকরি করা সাদামাটা এক ব্যক্তিই হয়ে উঠেছিলেন সততার প্রতীক। দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরীবাল। কিন্তু সেই সততায় কালি ছেটাল দুর্নীতি। আপের এই ভাবমূর্তি নষ্টকেই হারের কারণ বলে উল্লেখ করলেন কেজরীবালের রাজনীতির শিক্ষাগুরু আন্না হাজারে।
এ দিন আন্না হাজারে বলেন, “আমি আগে থেকেই বলেছিলাম নির্বাচন লড়ার সময় প্রার্থীর চরিত্র, সু-চিন্তাধারা এবং ভাল ভাবমূর্তি থাকা উচিত। কিন্তু ওরা (আপ) সেটা পারেনি। আবগারি দুর্নীতি থেকে আর্থিক দুর্নীতি, অরবিন্দ কেজরীবালের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই জন্যই ওরা কম ভোট পাচ্ছে।”
তিনি বলেন, “মানুষজন দেখেছেন যে ওঁ (কেজরীবাল) চরিত্র নিয়ে কথা বলেছে এদিকে নিজের নামই আবগারি নীতি দুর্নীতিতে জড়িয়েছে…রাজনীতিতে অভিযোগ করাই হয়। নিজেকে প্রমাণ করতে হয় যে আমি নির্দোষ। সত্যিটা সত্যিই থাকে। তবেই জনগণ ভরসা করে যে আমার জন্য করার কেউ রয়েছে। মদের প্রসঙ্গ কীভাবে এল? কারণ টাকা, ধন-দৌলতেই ভেসে গেলেন ওঁরা..”
আম আদমি পার্টিতে কেন যোগ দেননি, তার কারণও আজ প্রকাশ করেন আন্না হাজারে। তিনি বলেন, “দিল্লিতে প্রথমবার যখন মিটিং হয়েছিল, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই দলের সদস্য হব না। সেই দিন থেকেই আমি দূরত্ব বজায় রেখেছি।”
Post A Comment:
0 comments so far,add yours