শেখ হাসিনা মুজিবরের বাড়ি ভাঙা নিয়ে আক্ষেপ-ক্ষোভ প্রকাশ করে বলেন যে পাকিস্তানি হানাদাররা যা করেনি, তা ইউনূস করলেন। তিনি বলেন, "বাংলাদেশে ধ্বংসের খেলা চলছে। রক্তের খেলা চলছে। যে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল ছিল, তা জঙ্গি দেশে পরিণত হয়েছে।"
'আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কাজ বাকি আছে বলেই', 'বেইমান' ইউনূসের চরম সত্যটা বলে দিলেন হাসিনা
বিস্ফোরক হাসিনা।
৫ অগস্ট, ২০২৪। ৫ ফেব্রুয়ারি, ২০২৫। মাঝে ৬ মাসের ব্যবধান, কিন্তু বাংলাদেশের চিত্রটা এক। বাংলাদেশ জুড়ে চরম নৈরাজ্য। ভাঙা হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩২ ধানমন্ডির বাড়ি ও মিউজিয়াম। মুজিবরের মুর্যালও ভাঙা হয়। তাতেও থামেনি মৌলবাদীরা। রাতে আগুন ধরিয়ে দেয় মুজিবরের বাড়িতে। এরপর বুলডোজার দিয়ে সেই বাড়ি ভাঙা শুরু হয়, যা এখনও চলছে। এরই মধ্যে বোমা ফাটালেন শেখ হাসিনা। মহম্মদ ইউনূসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন।
বুধবার জাতির উদ্দেশে ভাষণ রাখতে গিয়ে শেখ হাসিনা মুজিবরের বাড়ি ভাঙা নিয়ে আক্ষেপ-ক্ষোভ প্রকাশ করে বলেন যে পাকিস্তানি হানাদাররা যা করেনি, তা ইউনূস করলেন। তিনি বলেন, “বাংলাদেশে ধ্বংসের খেলা চলছে। রক্তের খেলা চলছে। যে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল ছিল, তা জঙ্গি দেশে পরিণত হয়েছে।”
যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক আর্থিক তছরুপের অভিযোগ এনেছেন মহম্মদ ইউনূস, সেখানেই এবার তাঁর দুর্নীতির হিসাবও দিলেন হাসিনা। বললেন, “৯০-র দশকে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের বেতন ছিল ৬ হাজার টাকা। ১৯৯৬ সালে আমি ক্ষমতায় আসার পর এই গ্রামীণ ব্যাঙ্কে ৪০০ কোটি টাকা দিয়ে সংস্কার করি। ডঃ ইউনূসকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি বলেছিলেন, লাভের অঙ্ক গ্রামীণ ব্যাঙ্কে যাবে। তা যায়নি। সেই অর্থ আত্নসাৎ করেছে। আর্থিক তছরুপ করেছে।”
তাঁকে খুনের পরিকল্পনা ছিল মহম্মদ ইউনূস, এই বিস্ফোরক দাবি করে হাসিনা বলেন, “একটা মানুষ ক্ষমতার লোভে গোটা বাংলাদেশকে ছারখার করছে। কতটা বেইমান যে সেই আমায় ও রেহানাকে হত্যার পরিকল্পনা করেছিল। নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, তাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে। গ্রেনেড, গুলি হামলা থেকে রক্ষা পেয়েছি। এবারে ইউনূস সাহেবের পরিকল্পনাই ছিল আমাকে ও রেহানাকে হত্যা করা। মেটিকুলাস ডিজাইনই ছিল আমাদের দুই বোনকে হত্যা করা। কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। আবার বাংলাদেশ ফিরে আসবে। মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসবে। শহিদের রক্ত বৃথা যেতে পারে না।
Post A Comment:
0 comments so far,add yours