এই বাড়িতেই পাকিস্তানি বাহিনী খুন করেছিল বঙ্গবন্ধু ও তাঁর প্রায় গোটা পরিবারকে। সেই ইতিহাস আজ মুছে দেওয়া হল। ভেঙে গুড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর বাড়ি। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 বাংলাদেশ আবার ভয়ঙ্কর, এবারের ধ্বংসলীলাও কি পূর্বপরিকল্পিত? পিছনে কি সেই ইউনূসই?
মুজিবরের বাড়ি ভাঙচুর।


৩২, ধানমন্ডি। এটা শুধু একটা ঠিকানা নয়। এই বাড়ির প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে ইতিহাস। স্বাধীন বাংলাদেশ গঠনেও বিশেষ ভূমিকা ছিল এই বাড়ির। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি। এই বাড়ি থেকেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন মুজিবর রহমান। এই বাড়িতেই পাকিস্তানি বাহিনী খুন করেছিল বঙ্গবন্ধু ও তাঁর প্রায় গোটা পরিবারকে। সেই ইতিহাস আজ মুছে দেওয়া হল। ভেঙে গুড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর বাড়ি। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে বেইমান বলে আক্রমণ করেছেন তিনি। এই হামলার পরই প্রশ্ন উঠছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা কি পূর্বপরিকল্পিত ছিল?

বুধবার আওয়ামি লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের পেজ থেকে বক্তব্য রাখার কথা ছিল শেখ হাসিনার। তার আগেই ফেসবুক, এক্স (পূর্ববর্তী টুইটার) হ্যান্ডেলে বেশ কিছু পোস্ট নজরে আসে। যেখানে হাসিনাকে রুখতে ব্ঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডিকেই নিশানা বানানোর ডাক দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লা ফেসবুক পোস্টে লেখেন, “বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থমুক্তি মুক্ত হবে”। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদিও গতকাল ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট করছিলেন। বিভিন্ন পোস্টে বলা হয়, “ফ্যাসিবাদের আঁতুড়ঘর ৩২ ধানমন্ডি আর থাকবে না”। কোথাও আবার সরাসরিই লেখা হয়, “৩২ ধানমন্ডিকে আজ ধ্বংস করা হবে”।



এই পোস্টগুলি দেখেই প্রশ্ন উঠেছে, জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল নাকি পরিকল্পনা করেই মুজিবর রহমানের বাড়ি ভাঙা হয়েছে? যে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে, তাও পুরসভার। সরকারের মদত না থাকলে কি জনতা চাইলেই বুলডোজার ব্যবহার করতে পারে? এই প্রশ্নও তুলেছে ওয়াকিবহাল মহল।

বঙ্গবন্ধুর কন্যা তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ১৯৭৫ সালের ১৫ অগস্ট পাকিস্তানের হানাদার বাহিনী এই বাড়ি থেকে গ্রেফতার করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবর রহমানকে। তারা লুঠপাঠ করেছিল, কিন্তু বাড়ি ভাঙেনি, আগুন লাগায়নি। ইউনূস জমানায় সেটাই করা হল।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা তার প্রধান মহম্মদ ইউনূস।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours