বাংলাদেশের প্রশাসনিক মহলের দাবি, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে মিথ্যা মন্তব্য পেশ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই অবিলম্বে এই বিষয়টিতে বাঁধ টানা উচিত নয়াদিল্লির।
ভয় পাচ্ছেন ইউনূস? হাসিনার 'মুখ বন্ধ' করতে ভারতকে বিশেষ বার্তা তদারকি সরকারের
হাসিনার ভারতবাসে ইউনূস সরকারের আপত্তি বরাবর। প্রাক্তন প্রধানমন্ত্রী দেশছাড়া হওয়ার পর থেকেই তাঁকে বাংলাদেশে ছলে-বলে-কৌশলে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে সেদেশের তদারকি সরকার। সেই সূত্র ধরে তারা কিন্তু দ্বারস্থ ভারত সরকারের কাছেও। এবার হাসিনার ভার্চুয়ালি ভাষণেও সমস্যা ইউনূসের।
ভারতে বসে শেখ হাসিনার ভাষণ বন্ধ করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব সেদেশের তদারকি সরকারের। এদিন ঢাকায় ভারতের হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি, ভারত সরকারকে দুই দেশের মধ্যে সম্পর্কে সমীকরণ বজায় রাখতে হাসিনার ভার্চুয়াল ভাষণ প্রসঙ্গে পদক্ষেপও নিতে বলেছে তারা।
বাংলাদেশের প্রশাসনিক মহলের দাবি, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে মিথ্যা মন্তব্য পেশ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই অবিলম্বে এই বিষয়টিতে বাঁধ টানা উচিত নয়াদিল্লির।
কিন্তু, হাসিনার ভার্চুয়াল ভাষণে এমন কি সমস্যা হচ্ছে ‘ক্ষমতাবান’ ইউনূসের? বিশেষজ্ঞরা বলছেন, হাসিনার জেরে ফাঁপড়ে পড়েছে ইউনূসের তদারকি সরকার। চিন্তা বাড়ছে তাদের। আদৌ কতদিন এমন ভাবে সরকার চালানো যাবে, সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তাদের মনে।
দলীয় সূত্রে খবর, দিল্লি থেকেই বসে বাংলাদেশের অন্দরে ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেছেন শেখ হাসিনা। নতুন করে বাংলাদেশের রাজনৈতিক পিচে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। অভ্যুত্থানের জেরে ভেঙে পড়া সরকারের পুনরুদ্ধারে তলে তলে দেশের মধ্য়ে চলছে কর্মসূচি। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে ইউনূসের, দাবি একাংশের।
Post A Comment:
0 comments so far,add yours