উল্লেখ্য, গতবার বাণিজ্য সম্মেলন থেকে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল রাজ্য। তাই এবারের বাণিজ্য সম্মেলনের স্বার্থকতা বোঝাতে মুখ্যমন্ত্রী বললেন, 'Remarkable Success'।


'Remarkable Success'! এবারের বাণিজ্য সম্মেলন থেকে বাংলায় কত কোটি টাকার প্রস্তাব এল জানেন?
বিশ্ব বাণিজ্য সম্মেলনের শেষদিনে মুখ্যমন্ত্রী

 অষ্টম বিশ্ব বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। এবারের সম্মেলন থেকে রাজ্য ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গতবার বাণিজ্য সম্মেলন থেকে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল রাজ্য। তাই এবারের বাণিজ্য সম্মেলনের স্বার্থকতা বোঝাতে মুখ্যমন্ত্রী বললেন, ‘Remarkable Success’। বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর বলা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখুন এক নজরে… KEY HIGHLIGHTS

২০ পার্টনার দেশ আমাদের এই বিজিবিএসের সঙ্গে যুক্ত ছিল। আরও ২০ টি দেশের প্রতিনিধিরা এসেছেন। এটা উল্লেখযোগ্য সাফল্য। গতকাল বড় বড় শিল্পপতিরা তাঁরা বিনিয়োগের কথা বলেছেন। পরেও মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলের সঙ্গে আলাদা করে কথা বলেছি: মুখ্যমন্ত্রী
আজও অনেক দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। একটা বড় এক্সিবিশনও হচ্ছে। তাতে ২১৫ স্টল হয়েছে: মুখ্যমন্ত্রী
গত ১৪ বছরে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন দেখার মতো হয়েছে। আমরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করি না। বাংলা সংস্কৃতির পীঠস্থান। ৫ হাজার বিনিয়োগকারী এবং প্রতিনিধিরা এসেছেন: মুখ্যমন্ত্রী
 এবারের বাণিজ্য় সম্মেলনে ২১২ মউ স্বাক্ষর হয়েছে। ১৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল। এই বছরে গতকাল যা বিনিয়োগ হয়েছে, তা বিপুল। মুকেশ আম্বানি নিজেই ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন বলেছেন: মুখ্যমন্ত্রী
আমরা ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি: মুখ্যমন্ত্রী
অশোকনগরে ওএনজিসি-কে আমরা ১ টাকায় জমি দিয়েছি। অশোকনগের ONGC শীঘ্রই বাণিজ্যিকভাবে তেল উত্তোলন করবে: মুখ্যমন্ত্রী
প্রতি পরিবারকে ৯৪ সামাজিক সুরক্ষা প্রকল্প দেওয়া হয়: মুখ্যমন্ত্রী
বাংলার মতো ভারতের আর কোথাও শিল্পবান্ধব পরিবেশ নেই। বাংলা ভারতের সংস্কৃতির রাজধানী: মুখ্যমন্ত্রী
রাজ্যে এক কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্রসীমার ওপরে উঠে এসেছেন: মুখ্যমন্ত্রী
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours