প্রসাধনী কিনতে গেলে আজকাল চোখে পড়ে, চারকোল ফেসওয়াশ, চারকোল ফেসপ্যাক, চারকোল ক্রিম। রূপচর্চার প্রায় সব প্রসাধনীতেই ব্যবহার হয় চারকোল। তবে এই চারকোলের ব্যবহার কিন্তু নতুন নয়।


চারকোলের ম্যাজিকেই হয়ে উঠবেন ঝকঝকে, রইল সহজ রূপচর্চার টিপস
Image Credit source: Social Media



প্রসাধনী কিনতে গেলে আজকাল চোখে পড়ে, চারকোল ফেসওয়াশ, চারকোল ফেসপ্যাক, চারকোল ক্রিম। রূপচর্চার প্রায় সব প্রসাধনীতেই ব্যবহার হয় চারকোল। তবে এই চারকোলের ব্যবহার কিন্তু নতুন নয়। রূপ বিশেষজ্ঞরা বলেছেন, ক্লিওপেট্রার সময় থেকেই এই চারকোলের ব্যবহার হয়। ক্লিওপেট্রা নিজেও নাকি চারকোল দিয়ে রূপচর্চা সারতেন। তবে শুধু মেয়েদের নয়। পুরুষের রূপচর্চাতেও ব্যবহার হয় এই চারকোল।


রূপ বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের স্কিনের জন্য চারকোল খুবই ভাল। কারণ, সাধারণ মহিলাদের তুলনায় পুরুষরা নিজেদের ত্বকের খেয়াল কম রাখেন। কাঠকয়লা কিন্তু স্কিনের পুরনো জেল্লা ফেরাতে দারুণ কাজ করে। এ ব্য়াপারে ব্যবহার করতে পারেন চারকোল শেভিং ক্রিম, চারকোল ফেসওয়াস। সপ্তাহে একবার চারকোল ফেসপ্যাক ব্যবহার করলে স্কিন থাকবে একেবারে ঝকঝকে।





সব মহিলারাই কম বেশি রূপচর্চা করে থাকেন। নানারকম ক্রিম মাখেন, ব্যবহার করেন ফেসপ্যাকও। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন, একাধিক ক্রিম ব্যবহার করা মোটেই ঠিক নয় ত্বকের জন্য। এতে ত্বক বুড়িয়ে যায় তাড়াতাড়ি। এ ব্যাপারে চারকোল কিন্তু দারুণ কাজ দেয়। রোজ রাতে ঘুমতে যাওয়ার আগে চারকোল মিশ্রিত ক্রিম ব্যবহার করুন। দেখবেন বলিরেখা চটপট দূরে হবে। সপ্তাহে একবার চারকোল প্যাকও ব্যবহার করতে পারেন।

তবে শুধুই ত্বক নয়, চুলের ক্ষেত্রেও দারুণ কাজ করে চারকোল। চুল পড়া, অকালপক্কতা, খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে চারকোল শ্য়াম্পু ব্যবহার করুন। তবে প্রথমবার ব্যবহারের পর যদি ত্বকে ব্রণ হয়, তাহলে ব্যবহার করা বন্ধ করে দিন। প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours