স্টেজে ইউভানের নাচ, গর্বিত মা শুভশ্রী লিখলেন…
দুই সন্তানকে নিয়েই গোটা পৃথিবী তাঁদের। কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন দুই সন্তানের জন্য সব সময়ই তাঁদের অঢেল সময়। কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। মেয়ে ইয়ালিনির পড়াশোনা এখনও শুরু হয়নি। তবে ইউভান এখন একটু বড় হয়েছে।


স্টেজে ইউভানের নাচ, গর্বিত মা শুভশ্রী লিখলেন...




দুই সন্তানকে নিয়েই গোটা পৃথিবী তাঁদের। কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন দুই সন্তানের জন্য সব সময়ই তাঁদের অঢেল সময়। কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। মেয়ে ইয়ালিনির পড়াশোনা এখনও শুরু হয়নি। তবে ইউভান এখন একটু বড় হয়েছে। দক্ষিণ কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে সে। স্কুলেরই একটি অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেল রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর ছেলেকে। ছেলের সেই নাচের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন গর্বিত মা।


এ দিন নিজের সমাজমাধ্যমের পাতায় ইউভানের স্কুলের অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, ইউভান কমলা রঙের ড্রেস পরে গানের তালে নাচ করছে। নায়িকা যে ভিডিয়ো পোস্ট করেছেন তাতে পোস্ট করে লেখেন, “আমার সোনা, আমার সোনা, আমার সোনা।” সেই সঙ্গে অনেকগুলো লাল হার্টের ইমোজি। আরও একটি ভিডিয়ো দেখা যায়। যেখানে স্টেজ থেকে বেরোনোর সময় ইউভান কারও সঙ্গে চেঁচিয়ে কথা বলছে। সেই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours