*ছেলেদেরকে পিছনে ফেলে এবার মাঠে নামলো মেয়েরা*
দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত এলাকা নামখানা ব্লকের নারায়নপুর পরিষদীয় মাঠে মহিলাদের পরিচালিত মহিলাদের দ্বারা সকাল থেকেই শুরু হল হোক কাবাডি, মূলত জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার জেলায় যে সমস্ত প্রত্যন্ত এলাকায় মেয়েদের স্বনির্ভর করার জন্য একটি হোক কাবাডি সহ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এই ক্রীড়া অনুষ্ঠানে নামখানা ব্লক, জয়নগর ব্লক ও পাথরপ্রতিমা ব্লকের একাধিক মেয়েরা অংশগ্রহণ করেন তবে এই হোক কাবাডি তে জয় লাভ করে জয়নগর ব্লক দ্বিতীয় স্থান অধিকার করে নামখানা ব্লক, তবে নামখানা ব্লকের মেয়েরা দীর্ঘদিন ধরে এই খেলায় যুক্ত না
থাকলেও তাদের সম্পূর্ণ প্রচেষ্টায় তারা এই যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা খুব খুশি এবং সমস্ত এলাকার যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকেও বার্তা দিতে চাইছে, তোমরাও মাঠে নেমে এই হোক কাবাডির মতো খেলায় অংশগ্রহণ নাও,
অপরদিকে জয়নগর ব্লকের মেয়েরা দীর্ঘ ৩ বছর ধরে তারাই হোক কবাডির মতো খেলায় খেলে আসছে তবে তারা দীর্ঘদিন ধরে প্রথম স্থান অধিকার করতে পারেনি। তবে এবার প্রথম স্থান অধিকার করে তাদের মুখে যেমন হাসি ফুটেছে তেমনি তারা জানাচ্ছে তারা তাদের ব্লকেরও মুখে হাসি ফুটিয়েছে।।
ষ্টাফ রিপোর্ট মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours