পাশাপাশি তাঁর আরও দাবি, 'যেখানে দেশের বেশির ভাগ শিশুরা আজও অপুষ্টিতে ভুগছে, সেখানে দাঁড়িয়ে পিএম পোষণ প্রকল্পে অর্থ বাড়াচ্ছে না কেন্দ্র।'


গরিবের থেকে নিয়ে ধনীর ট্যাঁক ভরাচ্ছে বিজেপি', সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক
সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়



‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’, সংসদে ‘সীতারামনের বাজেটের’ বিরুদ্ধে সুর চড়ালেন ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি অর্থবর্ষে কেন্দ্রের বাজেটে যে তিনি খুশি নন, তা আগেই জানিয়েছিলেন অভিষেক। তুলে ধরেছিলেন বাংলার বঞ্চনার কথাও।

এদিন বাজেট অধিবেশন চলাকালীন ফের একবার অভিষেকের মুখে শোনা গেল সেই একই সুর। কেন্দ্রের বাজেটকে ‘বাংলাবিরোধী’ তকমা দিলেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, ‘বাংলার সাত হাজার কোটি টাকা এখনও দেয়নি কেন্দ্র।’

সংসদে যা বললেন অভিষেক

ভাষণের শুরু কৃষক বঞ্চনা নিয়ে সুর চড়ালেন অভিষেক। তাঁর দাবি, ‘ন্য়ূনতম সহায়ক মূল্য বাড়ানোর দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে চলেছেন কৃষকরা। কিন্তু কেন্দ্র সেই দিকে কান পাততে নারাজ। তাদের সহায়ক মূল্য বাড়ানো কিংবা ঋণ মকুব তো দূর উল্টে ঋণ নেওয়ার মাত্রা বাড়িয়ে দিল কেন্দ্র। যার মধ্যে দিয়ে পরোক্ষভাবেই দেশের কৃষকদের আরও ঋণ নেওয়ার দিকেই ঠেলে দিয়েছে তারা।’
পাশাপাশি তাঁর আরও দাবি, ‘যেখানে দেশের বেশির ভাগ শিশুরা আজও অপুষ্টিতে ভুগছে, সেখানে দাঁড়িয়ে পিএম পোষণ প্রকল্পে অর্থ বাড়াচ্ছে না কেন্দ্র।’
‘নির্বাচনের আগে সব ঘরে LPG গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু আকাশছোঁয়া দামের জেরে সেই গ্যাস ভরার টাকা পকেটে নেই দেশের প্রায় ১.২ কোটি গৃহস্থের।‘
আদমসুমারি নিয়েও সুর চড়ান অভিষেক। তাঁর দাবি, ‘জনগণনা ছাড়া কোনও নতুন প্রকল্প বা নীতি নির্ধারণ করা অন্ধকারে তির চালানোর সমান।’
এরপরই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ‘বিজেপি গরিবের থেকে নিয়ে ধনীদের ট্যাঁক ভরাচ্ছে।’
পাশাপাশি, বিহারকে ভরিয়ে, বাংলাকে বাজেটে বঞ্চিত রাখা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, ‘বিহারে বিজেপির শরিক জনতা দলের ১২ জন সাংসদ আছে। বাংলাতেও বিজেপি ১২ জন সাংসদ রয়েছে। তবে পার্থক্য একটাই বিহার ক্ষমতায় বিজেপি, বাংলায় নয়। তাই বাজেট ভরে গেল বিহার, বাংলায় পড়ল বাঁধ।’
তিনি আরও বলেন, ‘এটি একটি বাংলাবিরোধী বাজেট। এছাড়াও, গত কয়েক বছর ধরে বাংলার প্রাপ্য সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।’

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours